আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টি "খেলা" তারপরেও ভাললাগাটা আজ অন্যদিন থেকে অন্যরকম !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

আজ সকালটা বেশ ভালভাবেই শুরু হল। অনেকদিন পর ফুরফুরা মেজাজে বাসা থেকে বের হলাম। বেশ ভোরেই টেলিভিশনের চ্যানেলটা ঘুরিয়ে আর্জেটিনা-মেক্সিকো ম্যাচের দিকে দিয়ে রাখলাম। ফুটবলের জগতে সেই ছোটবেলা থেকেই প্রিয় দল আর্জেনটিনা, তাদের যেকোন খেলায় প্রিয দল হিসেবে একটি চাপা অস্বস্তি কাজ করবেই আজও তার ব্যতিক্রম ছিলনা। কি করে না করে, যাই হোক তাদের জয় বরাদ্দ সময়টুকু বৃথা যায়নি ভালই খেলল ৩-০ তে ম্যচ জিতে ফাইনালে স্থান করে নিল।

এদিকে বাংলার বাঘিনীরা ক্রিকেট ম্যাচে আরব আমিরাতকে ৯ রানে আউট করে দিয়েছে এমন খবর শুনে কে খুশি না হয়ে থাকতে পারে। দেখতে হবেনা বাংলার মেয়েরা মাঠে নেমেছে ! কম কিসের কিছু একটা রেকর্ড তো করতেই হবে, সেটাই করে দেখাল। খবরটাতেও বেশ ভাল লাগল। আর এদিকে শ্রীলংকার সাথে ৩য় টেষ্টে বাংলাদেশকে প্রথম ইনিংসে ব্যাটিং-এ আমন্ত্রণ জানিয়েও ১০০রানের মধ্যে রুখে দিতে পারিনা। অবশ্য এ ব্যপারে জোর গলায় এখনও কিছু বলতে পারছিনা।

তবুও ভালই শুরু করতে যাচ্ছিল কিন্তু বৃষ্টি যে বাধ মানল তা না হলে হয়তবা ভালই অবস্থানে থাকত বাংলাদেশ দল। ৭২/৪, কম কিসের। যদিও খেলা নির্ভর আজকের এই ভাললাগাটা। একটু অন্যরকম তবুও মন্দ কিসের, হোক না খেলা নিয়ে তারপরেও যদি এরকম ভাল সংবাদের উপলক্ষে যদি একটু একটু করে প্রতিদিন ভাল থাকা যায়, ভালইতো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.