আমাদের কথা খুঁজে নিন

   

সেনা প্রধানের বদান্যতায় মুক্তি পেলেন মনোরন্জন-সমকাল।

আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/

নয় হাজার টাকা পরিশোধ করতে না পারায় ২০০৬ সালে আদালত ৬ মাসের কারাদন্ড দেন কৃষক মনোরন্জন কে(৮৬)।গত রোববার পুলিশ তাকে গ্রেফতার করে কোমরে দড়ি ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করলে তাকে কারাগরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নীলফামারীর জেলা প্রশাসক খ.মোখলেসুর রহমান জানান-এ ঘটনা সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ জানতে পেরে গতকাল সোমবার বৃদ্ধ মনোরন্জনের জন্য ৯হাজার ৭৪৫টাকা পাঠিয়ে দেন। টাকা পরিশোধের পর আদালত তার জামিনের আবেদন মন্জুর করেন। এই দিকে মনোরন্জন কে কোমরে দড়ি দিয়ে বেঁধে নেওয়ার অপরাধে জলঢাকা থানার এএসআই ও কনষ্টেবলদের কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ছবিঃ-প্রথম আলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.