গতকালের কথা। গিয়েছিলাম ফেনী। এককালের বিখ্যাত(!) এই জনপদের সদর থানাটি এখন মডেল থানা। থানার তোরণ দেখে ভিরমি খেলাম। মডেল থানার পরিচিতি অঙ্কন করা তোরণে আরবীতে লেখা লাইনটার আগা-মাথা কিছুই বুঝি নি। অবশ্য বান্দারা দয়া পরবশ হইয়া এর তরজমাটা সন্নিবেশিত করে দিয়েছেন-" হে আল্লাহ্ আমাদের এই শহরকে নিরাপত্তাময় করে দিন''।
আর অমার এই বিষয়টা দেখে বর্তমানে কারান্তরীণ আমাদের মহামহিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহর মালের কাথা মনে পড়লো। কথা হচ্ছে এখন আর সে রামও(আল্লাহর মাল) নেই সে অযোধ্যা(বাংলাদেশ) নেই; তবু কেন 'অল্লাহ ভরসা' করতে হবে খোদ মডেল থানাকে? এই যদি মডেল থানার অবস্থা হয় তবে জনতার ইয়া নফসি - ইয়া নফসি জপ করা ছাড়া গত্যন্তর থাকবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।