আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো ৮৯২০ এর আল-আমিন, আত্মস্বীকৃত খুনির স্বীকারোক্তি

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ কাল রেডিওতে হ্যালো ৮৯২০ একটা প্রোগ্রাম শুনলাম। মাসখানিক হবে আমি রেডিও শুনি না, আর শুনলাম তো এমন কিছুই শুনলাম না আমার গা শিয়রে উঠিয়ে দিলো। এক লোক নাম আল-আমিন। এসেছিল তার জীবনের গল্প বলতে। সে এক আত্মস্বীকৃত খুনি।

জীবনে ৬ টি খুন করেছে। সে তার এই অন্ধকার জগতে আসার ও খুন করার অভিজ্ঞতা সবাইকে জানালো। প্রেমিকার দ্বারা প্রতারিত হয়ে তিনি প্রথমে ফেঁসে যান মিথ্যা এক মামলায়। হয়ে যান দাগি আসামি। পড়ে নিরুপায় আর আবেগের বসে আস্তে আস্তে ঢুকে পড়েন অন্ধকার জগতে।

হয়ে যান সেখানে অনেক ক্ষমতাধর। খোলাখুলি কিছু না বললেও তিনি বলেন তালেবান, দেশের বিভিন্ন স্থানের এম,পি দের সাথে তার যোগাযোগ ছিল। তালেবান থেকে সে বোমা বানানোর কৌশল শিখে। বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ২০-২৫ লক্ষ্য টাকার বিনিময়ে বিরোধী পক্ষের খুন করার মত চুক্তিও করেছেন। তার পরিবারের কেউ তাকে মেনে নেয়নি।

তার জন্য তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। তার আপন বলতে দুনিয়াতে কেউ নেই। গত কয়েকবছর ধরে এখানে সেখানে ঘুরে বেরাতে হয়েছে তাকে। ৬ মাস আগে আত্মহত্যা করার জন্য বন্দুক যখন লোড করছিলেন তখন হ্যালো ৮৯২০ এর একটা ঘটনা তাকে এক নতুন কিছু করার তাড়না দেয়। সে সব কিছু স্বীকার করে মারা যেতে চায়।

এখন তার কি করা হবে, আইন-শৃঙ্খলার কেউ কিছু করবে নাকি। তবে সে প্রোগ্রামের শেষে একটা কথা বলেছিল, যেটা আমার মাথায় আটকে গিয়েছে । সে বলে "আমার মত খুনি এ দেশের মাটিকে কলঙ্কিত করছে। আমরা ক্যান্সারের চেয়েও জঘন্য। এ জীবন কুকুরের চেয়েও নিকৃষ্ট।

আমার এই অনুস্থানে আসার কারন আমি চাই আমার মত যেন কেউ এই দেশে জন্ম না হয় । " আমার দৃষ্টিতে এক খুনির সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এ লোকটিরও। তবে তাকে ধন্যবাদ দিব, যদি আর একজন তার এই আওয়াজে আলোর সন্ধান পায় তা কি যথেষ্ট না?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।