আমাদের কথা খুঁজে নিন

   

ইগনোবেল থিওরী ৪: এক্সটেন্ডেড ভার্সন অ মার্ফিস ল'

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

["মার্ফিস ল' সাধারণত টুকটাক লেভেলের কাজে ঝামেলা করে, সত্যিসত্যি গুরুত্বপূর্ণ কাজে মার্ফিস ল' ভেজাল করেনা, অথবা ঝামেলা করলেও শেষরক্ষা হয়। "] ************************************ চরম পেসিমিস্ট এডওয়ার্ড মার্ফির বিখ্যাত 'মার্ফিস ল' এর কথা সম্ভবত সবাই জানেন। যেটার ভাবানুবাদটা অনেকটা এরকম, 'কোন কাজে প্যাঁচ লাগার সম্ভাবনা থাকলে প্যাঁচ লাগবেই' ... বাংলা প্রবাদ 'যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়' এর বেশ কাছাকাছি। হুমায়ুন আহমেদ তার এক বইয়ে এই 'মার্ফিস ল'র একটা সুন্দর উদাহরন দিয়েছিলেন, যেমন ধরুন আপনি একটা বইয়ের স্তুপ থেকে একটু বই খুঁজে বের করতে চান, তাহলে আপনি যদি উপর থেকে খোঁজা শুরু করেন তাহলে বইটা পাওয়া যাবে সবার নীচে আর নীচ থেকে শুরু করলে পাওয়া যাবে সবার উপরে। নিজের পার্সোনাল একটা উদাহরন দেই।

বাসের টাইমিংয়ে 'মার্ফিস ল' আমাকে খুব জ্বালাইছে। এখানে বাস আসার সময় নির্দিষ্ট করা থাকে, একটা বোর্ডে টাইম লেখা থাকে। তো প্রায়ই বাসস্ট্যান্ডে গিয়ে দেখি বাস লেইট, ৫/৭ মিনিট। এই ৫/৭ মিনিট অপেক্ষা করা বেশ কষ্টের, তাও হয়ত ২/১ মিনিট হাতে নিয়েই বাসস্ট্যান্ডে যাই, ৭/৮ মিনিট অপেক্ষা করে বাসে উঠি। কিন্তু যেদিন ৫ সেকেন্ডও দেরী করে বাসস্ট্যান্ডে যাই যেদিন দেখি বাসটা সুন্দরমতো একদম কাঁটায় কাঁটায় টাইম মেপে চোখের সামনে দিয়ে চলে গেল।

তো এই 'মার্ফিস ল' এর একটা সুপার অপটিমিস্ট এক্সটেন্ডেড ভার্সন বাইর করলাম। সেটা হলো, "মার্ফিস ল' সাধারণত টুকটাক লেভেলের কাজে ঝামেলা করে, সত্যিসত্যি গুরুত্বপূর্ণ কাজে মার্ফিস ল' ভেজাল করেনা, অথবা ঝামেলা করলেও শেষরক্ষা হয়। " যেমন, উপরের বাসের উদাহরনে, যদি বাসটা হয় শেষ বাস যেটা না পেলে আপনি আজ বাসায়ই ফিরতে পারবেননা, তাহলে দেখবেন ঝামেলা হবেনা। হয় বাস লেইট করে আসবে, নাইলে আপনি এক সেকেন্ডও লেইট করবেননা। অথবা, আরেকটা উদাহরণ গতকাল ঝড়ো হাওয়ার লেখাটা পড়ে মনে হলো, 'হাগু বাবা'রা এ্যাটাক করলে আপনি হয়ত প্রথম যে পকেটে হাতড়াবেন সেখানে টাকা পাবেননা, তবে ব্যাটা আপনার গায়ে ঐ 'বিশেষ বস্তু' মেখে দেয়ার আগেই আপনি কোন না কোন পকেটে টাকাটা পেয়ে যাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।