আমাদের কথা খুঁজে নিন

   

ইগনোবেল থিওরী 2: পুঁজিবাদী ?!

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

গর্ডন মুরের একটা cyuwRev`x w_Iix আছে ইন্টিগ্রেটেড সার্কিটের সাইজ/ক্যাপাসিটির উপর। কোনভাবে সেইটার সাথে এই থিওরীর মিল থাকতে পারে। তবে থিওরীটা এই ব্লগ নিয়া ... আমার গত দশমাসের অবজারভেশান। মানবেন কি মানবেননা, সেইটা াপনার ইচ্ছা এবারের থিওরীটা একটু কোডেড অবস্থায় দেই (রবার্ট হুক স্টাইলে ), দেখি বড় বড় হ্যাকাররা কেউ ভাঙতে পারেন কিনা ... (ক্লোজআপহাসি) [গাঢ়] রেদামা এগোল্ব ইতর্প এহসামিউদ ইয়াবস এলিম একনজকে ইয়ালধ এরক [/গাঢ়] খুব কঠিন না হযু আর মেন্টাল মিলা কোড ভাইঙা ফেলছে ... এখন প্লেইন ভার্সনটা দিচ্ছি ... [গাঢ়] আমাদের ব্লগে প্রতি দুইমাসে সবাই মিলে একজনকে ধোলাই করে [/গাঢ়] (আশা করি মূরের থিওরীর মতো এই প্রসেসটার অন্তত স্পীডআপ হবেনা ... বরং স্লো হওয়াই ভাল (ক্লোজআপহাসি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।