আমাদের কথা খুঁজে নিন

   

স্মরণ শক্তির গল্প

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

দবিরের ছেলে কবিরের স্মরণ শক্তি প্রচন্ড ভাল। পাড়া প্রতিবেশি আততিও স্বজন সবাই কবিরের স্মরণ শক্তিতে মুগ্ধ। কবিরের বয়স বেশি না, ৫/৬ হবে। কবিরকে একদিন ধরলো পাড়া-প্রতিবেশিরা। জানতে চাইলো কি করে সে সব কিছু মনে রাখে।

বিশেষ করে ২/৩ বছরে সে কি করেছে তাও মনে আছে। -এ আর এমন কি, আমার যখন জন্ম হলো ঠিক তখন হাসপাতালে আমাকে দেখে কে কি বললো আমার তো তাও মনে আছে, কবিরের উত্তর। -তাই নাকি, এতো তোমার স্মরণ শক্তি? -এ আর এমন কি, আমি যখন আমার মায়ের পেটে তখন আমাকে নিয়ে ডাক্তাররা কি কি বলতো তাও মনে আছে আমার। প্রতিবেশিরা আরও অবাক-তাই নাকি? কবিরের উত্তর-এ আর এমনকি, আমার জন্মের আগের কথাও মনে আছে। কি রকম-বিস্মিত প্রতিবেশিরা।

-আমার বাবা মার তখনো বিয়ে হয়নি, তারা গেলো পিকনিকে। -তারপর? -তারপর তারা গেলো একটা বাংলোর মধ্যে। উৎসুক প্রতিবেশি-তারপর??? -তারপর আর কি, পিকনিকে গেলাম বাবার সাথে, আসলাম মায়ের সাথে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।