আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন স্মরণ

কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আই ও বাংলাভিশন বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে। এতে হুমায়ূন আহমেদের নির্মিত চলচ্চিত্র, তাঁর লেখা চিত্রনাট্য থেকে নির্মিত টেলিফিল্ম ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ১৮ জুলাই বেলা ১২ টা ৫ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের শেষ চিত্রনাট্যে টেলিফিল্ম ‘যদি ভালো না লাগে তো দিওনা মন’। এটি পরিচালনা করেছেন রায়হান খান। পুনঃসম্পাদনার মাধ্যমে প্রচারিতব্য এ টেলিফিল্মে অভিনয় করেছেন চলচ্চিত্রভিনেত্রী পূর্ণিমা, মডেল নোবেল, সুইস অভিনেত্রী-মডেল জেনিন প্রমুখ।

এদিন বেলা ২ টা ৪০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা ‘দুই দুয়ারী’। রাত ১১ টা ৩০ মিনিটে হুমায়ূন আহমেদ রচিত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠানে গান করবেন সুবীর নন্দী ও ফজলুর রহমান বাবু।
১৯ জুলাই পুরোদিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে হুমায়ূন আহমেদ স্মরণে। সকাল ৭ টা ৩০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ স্মরণে গানে গানে সকাল শুরু।

গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ৯ টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। ২ টা ৪০ মিনিটে দেখানো হবে বিশেষ টেলিফিল্ম ‘নীমফুল’। এটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদ স্মরণে ক্ষুদে গানরাজ অনুষ্ঠান প্রচারিত হবে এদিন রাত ৭ টা ৫০ মিনিটে।

হুমায়ূন আহমেদের জীবনীমূলক বিশেষ আলেখ্যানুষ্ঠান প্রচারিত হবে রাত ১১ টা ৩০ মিনিটে।
২০ জুলাই বেলা ১২ টা ৫ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ স্মরণে ‘এবং সিনেমার গান’ ও বেলা ১ টা ৫ মিনিটে দেখানো হবে সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’। এছাড়া ২১ জুলাই বেলা ২ টা ৪০ মিনিটে ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে হুমায়ূন আহমেদকে।
এদিকে বাংলাভিশনে ১৯ জুলাই, শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে সরাসরি বিশেষ অনুষ্ঠান ‘নয়ন সমুখে তুমি নাই’। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক ও অভিনেতা আব্দুল কাদের।

তারা স্মৃতিচারণ করবেন হুমায়ূন আহমেদকে নিয়ে এবং দর্শকরা ফোন করে অতিথিদের সঙ্গে কথা বলতে পারবেন। শামীম শাহেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরিফ হোসেন।
একই দিন দুপুর ১ টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘দুই হুমায়ূন’। সকাল ৭ টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘দিন প্রতিদিন’। এতে অতিথি হিসেবে থাকবেন তার ছোট ভাই আহসান হাবীব।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.