আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনে মল্লিক স্মরণ

বিনোদন রিপোর্ট বাংলাদেশে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষ, সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক, গীতিকার, সুরকার, শিল্পী ও কবি মতিউর রহমান মল্লিকের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গত পহেলা মার্চ সাইমুমের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মল্লিক গবেষক ও তারুণ্যের কবি আহমদ বাসির। বিশেষ অতিথি ছিলেন সাইমুমের সাবেক পরিচালক, নাট্যকার-অভিনেতা বদিউর রহমান সোহেল ও নাট্যনির্দেশক হুসনে মোবারক। বক্তব্য রাখেন উচ্চারণ শিল্পীগোষ্ঠীর পরিচালক রায়হান ও জাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক মাহফুজ বিল্লাহ শাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মল্লিক একাডেমীর সদস্য সচিব রবিউল ইসলাম ফয়সল।

উপস্থিত ছিলেন শিল্পী আহমদ আল আমিন, তৌফিক মাহমুদ, আবদুল্লাহ আল মাহমুদ, রেজাউল করিম সবুজ, জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কবিকে নিবেদিত গান পরিবেশন করেন মাহফুজ বিল্লাহ শাহী, কবির রচিত গান ‘এই দুর্যোগে এই দুর্ভোগে আজ’ পরিবেশন করেন শিল্পী দিদারুল ইসলাম, কবির রচিত একটি বিখ্যাত কবিতা ‘ঘরের মধ্যে কী সুন্দর ঘর পুড়ে যাচ্ছে, ঘর!’ নিজের সুরে পরিবেশন করেন শিল্পী সাগর হাওলাদার। নতুন প্রজন্মকে ইসলামী সংস্কৃতি চর্চার অনিবার্যতা উপলব্ধি করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তারা কবির বর্ণাঢ্য সৃষ্টিশীল ও সংগ্রামী জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেন। এদেশে ইসলামী গানের ব্যতিক্রমী ধারা সৃষ্টি কবি মল্লিকের একান্ত ও নিরলস প্রচেষ্টায় সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেন। প্রধান অতিথি বলেন, আমরা যদি আমাদের স্বকীয়তা নিয়ে বাঁচতে চাই তাহলে কবি মল্লিকের চর্চা অব্যাহত রাখতে হবে।

যে কোনো প্রতিকূলতা ও বৈরিতা অতিক্রম করতে মল্লিকের কবিতা ও গান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। বিশেষ অতিথি কবি আল মাহমুদের উদ্ধৃতি দিয়ে বলেন, কবি মল্লিক বসে থাকার লোক ছিলেন না। ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদেরও বসে থাকার সুযোগ নেই। উল্লেখ্য, ১৯৫৪ সালের পয়লা মার্চ বাগেরহাটের বাড়ুইপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই মহান কবি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।