আমাদের কথা খুঁজে নিন

   

‍~রাংলাই ম্রো'র ১০ বছর‍~



আমার বন্ধু রাংলাই ম্রো বান্দরবানের ম্রো আদিবাসী জনগোষ্ঠির নেতা। কিছুদিন আগে কী এক অপরাধে যৌথ বাহিনী তাকে আটক করে। বেধড়ক মারপিটে রাংলাই এর হাড়গোড় ভেঙে দেয়। ...রাংলাই নেতা মানুষ...পাহাড়ে দুঃশাসনের প্রতিবাদী কন্ঠ--এই কী তাঁর অপরাধ? এখন খবর পেলাম চট্টগ্রাম বিভাগীয় আদালত রাংলাই ম্রোকে ১০ বছর কারাদন্ড দিয়েছে! ১০ বছর!!... প্রিয় রাংলাই, আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। আপনাকে জানাই লাল সালাম।। পুনশ্চ: এক. রাংলাইকে নিয়ে আরো লেখা পড়ুন এখানে দুই. এই লেখাটি ব্লগে পুন:প্রকাশ করা হলো।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।