আমাদের কথা খুঁজে নিন

   

"এসএসসি পরীক্ষার রেজাল্ট স্মৃতি" প্রযুক্তি আজ কত সহজ করেছে এসএমএস ও ওয়েব লগইন করলেই জানা যাবে রেজাল্ট

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। অসংখ্য মেধাবী ছাত্র ছাত্রী তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছে সেই কাঙ্খিত ফলাফল কি হবে তা জানার। হয়তবা তাদের এই রেজাল্ট জানার জন্য স্কুলের বারান্দায় গিয়ে অপেক্ষা করতে হবেনা, একটা মোবইলের এসএমএস কিংবা ওয়েবে লগ ইন করেই বাড়ীতে বসেই জেনে নিতে পারবে তাদের রেজাল্ট। মনে পড়ে যায় আমাদের সে সময়ের স্মৃতি, সে সময় কোন মোবাইল এসএমএসও ছিলনা কিংবা ধারে কাছে এত ক্যাফেও ছিলনা যে ঢু মেরেই রেজাল্ট জেনে নেয়া যাবে, রেজাল্টের জন্য স্কুলের বারান্দায় দুপুর থেকেই অপেক্ষা কখন রেজাল্ট আসবে, বিকাল ৩টা কখন বাজবে, কখন টিচার পড়ে শোনাবে রেজাল্ট ! অপেক্ষার প্রহর এত উত্তেজনাকর ছিল বলেই বোঝানো যাবেনা। হয়তবা দেখা যেত দুই-একদিন আগে থেকেই সব খাওয়া দাওয়া বন্ধ, শুধু রেজাল্ট নিয়ে চিন্তা কখন সেই বিকাল ৩টা বাজবে, সে স্মৃতিই সত্যিই মধুর ছিল, সবাই একসাথে বসে কত মজা করছি অথচ মাথায় ভন ভন করছে রেজাল্টের চিন্তা। তারপর রেজাল্ট দেয়ালে টানানো হলে সবারই হুমড়ি খেয়ে পড়া কে কি করল, সবার আগে নিজেরটা দেখা ! প্রযুক্তি আজ হয়ত কত সহজ করে দিয়েছে ঘরে বসেই কিংবা হাতের মোবাইল নামক ছোট যন্ত্রটির কয়েকটি বাটন প্রেস করলেই জানা যাবে কাঙ্খিত রেজাল্ট। যেভাবেই জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট, ভবিষ্যত জীবনের শুরু এখানেই। সকল পরীক্ষার্থীদের প্রতি রইল শুভ কামনা। নিচের লিংক থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট জানা যাবে : ১) educationboard.gov.bd এছারাও সকল শিক্ষা বোর্ডের ফলাফল ৩৩৩৩ এবং ২৭৭৭ নম্বরে sms করে জানা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.