আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ লিখে কি হয়?

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

কি হয় লিখে? আমার মায়ের প্রশ্ন, খুবই গুড কোশ্চেন। আমার কলাম পড়লেই পেপারে আম্মু এই কথা বলে। আসলেই কি কিছু হয়? ব্লগ এ এসেই বা কি হয়? টেকনো জামাতীরা এখানেও ওঁত পেতে। নির্মল আনন্দের জন্যে অথবা একেবারে নিজের সাথে কথা বলার জন্যে এখানে আসা।

সেই দলাদলি, বাচ্চা নিজামী, শিবির দাঁত খিঁচিয়ে সঙ্গীন উঁচিয়ে, আছে বসে। আমার সাত বছরের স্কুল জীবন জামায়াতের ডেরায়, আমি খুব ক্লান্ত এই যুদ্ধে। এদের অন্তর হলো মোহর করা, জামায়াত হাশরের দিনতক বাংলাদেশর বিরোধীতা করে যাবে। ৫বছর সততার তাজমহল গড়ছে তাই একটা শয়তানকেও গ্রেফতার করা হচ্ছে না। একদিন সকালে ঘুম ভেঙ্গে দেখব এরা পূর্ণাঙ্গরূপে মসনদে বসা আমাদের দুর্বল চেতনা আর সীমাহীন দারিদ্র্যের ফোকর গলে।

দরিদ্র মেধাবী ছেলেদের টাকা পয়সা দিয়ে বিদেশ থেকে ডিগ্রী দিয়ে নিয়ে আসছে। কোট, টাইয়ের সাথে টুপির কম্বিনেশনে নতুন পোশাক আমদানী করছে। আর এদের আছে নারীদের প্রতি এক বিজাতীয় ক্রোধ, পারলে বাপের পেট থেকে জন্ম নিতো, মায়ের গর্ভ থেকে নয়। এই লেখা চোখে পড়লে উলঙ্গ ভাষায় আক্রমণ করবে, আমাকে কান ধরে উঠবোস করতে বলবে, বাথরুমে ফেলানোর মতো নোংরা ভাষা কোট করবে। আমার খুব ক্লান্ত লাগে।

এরা এমন কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.