যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
অতলান্তিক ঘুম ও দু'চোখে
তৃষিতের চোখ খোঁজে মিঠেজল
তোমার অধরের দু'ইঞ্চি ওপরে।
তরঙ্গায়িত ঠোট দুটি স্থির
আমার অস্তিত্বে তোলপাড়
নিঃশ্বাসে মহাসমুদ্রের গর্জন
বুকের বালিয়াড়ি ভাঙ্গচুর চুরমার
লোমকূপে মহাজাগতিক ভূ-কম্পন;
বুভুক্ষ এসে ক'সেকেন্ড স্থির
ঠোটের দু'ইঞ্চি ওপরে।
তোমার অবয়বে শান্ত নদী
ঝিরঝির বাতাসের এলোমেলো চুল
কপালে কপোলে,
ঠোটগুলো রাঙ্গা
মাছরাঙ্গা স্থির
তোমার ঠোটের দু'ইঞ্চি ওপরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।