মিথ্যা তুমি দশ পিঁপড়া
(চারপাচ দিন হইছে ব্যস্ততার জন্যে দেখা করতে যাইতে পারি নাই। ব্যাপক মেজাজ খারাপ)
মধ্যরাতের বিষ ফেরি করি
মন্দ না স্বাদ চেটে পুটে খেলে সাপ হয়ে যেতে পারি ।
মধ্যরাতে বিষের সাথে শব্দের পতন আচ্ছাদন
চুমুতে লাল ঠোট আর ভেজা স্বর্গ , কতদিন রঙ্গীন রেস্তোরায়
রঙ্গীন এগ্রো শিল্পের শিশ্নহীন মুরগীর ঠ্যাংভাজা খেয়ে
আর লাল ঠোটে চুমু মেখে দেয়ার স্বপ্নে
পিঠের মেরুদন্ড বরাবর চুমুর পাগলা ঘোড়া ছুটিয়ে
কিংবা সবগুলো ক্যারিবীয় সফেন স্রোত মাখা স্তনে
আলতো চলে তৈরী মেঠো পথ;
রঙ এর শহরে বড়ই প্রাণহীন ক্লীবত্ব বরন করি।
মধ্যরাতের বিষ পেয়ালা হাতে নিয়ে শুনি শব্দের পতন।
সাপ হয়ে যাই এলোমেলো আর ঝুনঝুনি লেজের
সাপ হয়ে যাই চেটেপুটে বিষ খেয়ে
মধ্যরাতের বিষ জমে উঠে যখন নাভীমুলে দেয়া চুমু
ইতিহাসের পাতায় ধুলার মত নড়বড়ে হয়ে যায়।
মধ্যরাতে বিষ ফেরি করি, আর আগামী কালের
জন্যে জমা রাখি রাশি রাশি মুখোশ ।
এইবেলা রক্তমাংসের শব্দ শুনি ।
আমি কবিতার মত লেখা হতে থাকি তোমার ঠোটের আদ্রতায়
আর এই শুস্ক মৌসুমে বিষ খাই আর নির্বিষ সাপ হয়ে উঠি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।