আমাদের কথা খুঁজে নিন

   

এলবাম : সূর্যে বাধি বাসা ... কৃষ্ঞকলি



এই গানের এলবামটার পারফরমার এবং লিখিকা হলেন কৃষ্ঞ কলি মিউজিক গুলোতে তালের সংযোগ প্রধান করেছেন "অরনব" । এর প্রেতি টা গানই আমার কাছে খুবই ভালো লেগেছে - একটা সুন্দর গান তুলে দিলাম - "বন্দু আমার" ------------------ বন্দু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে বন্দু তোমার কপাল জুরে চিন্তা লোকের ছায়া বন্দু তোমার নাকের ভাজে চিন্তা নামের কায়া বন্দু আমার মন ভাল নাইম তোমার কি মন ভাল বন্দু তুমি একটু হেসো, একটু কথা বলো বন্দু আমার বন্দু তুমি, ব্ন্দু মোরা ক'জন তবুও বন্দু, মন হলো না আপন ।। বন্দু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা বন্দু তুমি অমন করে যেয়ো না আর একা বন্দু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে বন্দু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে ব্ন্দু এসো জলে ভাসি দুখ ভাসানোর সুখে বন্দু তোমার বন্দু আমি, বন্দু মোরা ক'জন তবুও বন্দু, ভাসি নাকো আকি নাকো স্বপন ।। "বানান ভুল হলে খেমা করবেন"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.