আমাদের কথা খুঁজে নিন

   

টানাটানিতে আমাদের ড. ইউনুস আংকেল

আমি সুন্দর দেশ গড়তে চাই

বুঝলাম না কেন এই টানাটানি ইউনুস আংকেল কে নিয়ে। নাকি তার চাহিদা দেশের জনগণের কাছে বেশী। তাই বলে সবাই তার পিছনে লেগেছে। এতদিন শোনলাম যে, তাকে গ্র্রামীণ ব্যাংক এর পদ থেকে সরানো এবং কিছু অবকাঠামোর পরিবর্তন হবে। এখন দেখি টিআইবি নতুন রিপোর্ট তৈরী করেছেন, যে তার নাকি রাজস্ব টাজস্ব, আয়কর- টায়কর বাকী আছে।

তাহলে এতোদিন কেন এই সব তথ্য দিলো না টিআইবি। এখন কেন এই রিপোর্ট তারা দেয়। সে তো অনেক আগে থেকেই এগুলো আদায় করেন না। তাহলে তখন কেন টিআইবি এর কোন ব্যবস্থা নেয় নাই। আর এখন সকল প্রকার দুষ ড. ইউনুস।

নোবেল বিজয়ী হওয়ার পর কেন তার সম্পর্কে এসব কথা বার্তা বলা হলো না। সে এখন স্বার্খে আঘাত করেছে তাই তার সম্পর্কে নতুন নতুন তথ্য বার হইতেছে। সে হাজার দোষী তাকে কেন আগে এর জন্য জবাব দিহী করানো হলো না। এখন কেন তার বিরোদ্ধে এতো অভিযোগ। এটা যে রাজনীতিক প্রতিহিংসা সেটা বুঝার একটুও বাকী নাই আমাদের।

সে একজন সম্মানী ব্যক্তি তাকে নিয়ে টানা টানি না করা টাই উত্তম। সে তো ভালোই নিজের মতই ছিল। কেনই বা এই পথে আসলো, আর কেনই বা আপনারা আর পিছনে লাগলেন বুঝলাম না। মতামত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।