www.nationalnews.com.bd
ব্যবসায়ী শাহ আলম নিহত হওয়ার তিন দিন পার হলেও এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। তবে সংঘর্ষের সময় দায়িত্ব অবহেলার অভিযোগে সোনাইমুড়ি থানার এসআই রফিকুল ইসলামকে নোয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ির আমিশাপাড়া বাজারে গত ২১ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে শাহ আলম নিহত হন। এরপর থেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিএনপি ও
আওয়ামী লীগের টানাহ্যাঁচড়ার কারণে এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাজারী।
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল শীর্ষ নিউজ ডটকমকে জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার জন্য কেউ এখনো থানায় আসেনি এবং কাউকে গ্রেফতার করা যায়নি।
এদিকে শাহ আলম নিহতের ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে আমিশাপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। এলাকার পরিস্থিতি এখনো থমথমে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।