রাস্তায় খুঁজে ফিরি সস্তায় ঘুরে ঘুরে এক কাপ চা ফেসবুক উপযুক্ত আলোচনার স্থান নয়। কেউ অন্যরে ঝাঁঝালো বাক্যে ট্যাগিং করলে তার লিস্টে থাকা বন্ধুগণ লাইক দিবে। লিস্টে ৫০০ জন থাকলে ৫০ লাইক কমনলি পাওয়া যায়। কেউ নিরেট তথ্য নিয়ে কমেন্ট করলে সেই স্ট্যাটাসদাতা যদি তথ্যের বদলে তথ্য না দিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে দেখা যায় তার লিস্টে থাকা বন্ধুগণ তথ্যসমৃদ্ধ কমেন্টটিতে লাইক না দিয়ে আক্রমানত্মক কমেন্টটিতে লাইক দিচ্ছে। অর্থাৎ লাইক তথ্যকে এড়িয়ে ব্যক্তির ভালোলাগা দ্বারা প্রভাবিত। ফেসবুক একটি খুচরা বাজার যে বহন করছে এক বিশাল প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। একজন লেখক কালের কাছে দায়বদ্ধ অন্যদিকে স্ট্যাটাসদাতা শুধু কালের একাংশ বর্তমানের কাছে। কাজেই দুইটার মাঝে গ্যাপ থাকবেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।