আমাদের কথা খুঁজে নিন

   

জানতে চাই: যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে.......!!! কি হতে পারে?

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

যদি কোন কারনে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়!? কেমন হবে অবস্থাটা? যুদ্ধের ফলাফলটাই বা কেমন হবে? যুদ্ধ শেষে কি হবে বিশ্বচিত্র? এই প্রশ্নগুলোর উত্তর কার কাছে কিরকম, জানতে খুব ইচ্ছে করছে। তার আগে আমার নিজের চিন্তা ভাবনাগুলো দেখি লেখতে পারি কিনা.... ক) যুদ্ধ শরুর হলে- ১) টেলি যোগাযোগ প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে। কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট... সব নিমিষেই গায়েব হয়ে যাবে। ২) ইন্টারন্যাশনাল টেলিভিষন সম্প্রচারও বন্ধ হয়ে যাবে.. কারন স্যাটেলাইট প্রযুক্তির উপর প্রথম আঘাতটা আসবে। চীন পর্যন্ত কিছুদিন আগে স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইট ধ্বংস করার প্রযুক্তি উদ্ভাবন করে পরিক্ষাও চালিয়ে ফেলেছে। ৩) অপেক্ষাকৃত কম উন্নত দেশগুলোতে স্যাটেলাইট থেকে লেজার হামলা হতে পারে... ফলে তাদের প্রতিরক্ষা ব্যাবস্থা মোটামুটি গায়েব হয়ে যাবে... ৪) স্থল যুদ্ধ কম হওয়ার সম্ভবনা রয়েছে... বেশীর ভাগই দুর নিয়ন্ত্রিত মিসাইল দিয়ে হামলা হবে... খ) যুদ্ধ শেষে- ১) ক্যারাবিয়ান কিছু দ্বীপপুঞ্জ ছাড়া আর কোথাও অক্ষত থাকার সম্ভবনা কম ২) পৃথীবিতে খাদ্য, পানীয়, জ্বালানী, পাওয়ার ইত্যাদির বিশাল সংকট চলবে। বিশেষ করে খাবার পানির সংকটে বেশী পড়বে উন্নত বিশ্ব..... আমরা মনে হয় এই দিক থেকে তখন রিচ থাকবো (যদি কেউ বাইচ্যা থাকে)..... ৩) ভয়াভয় মানবিক বিপর্যয় ঘটবে (এটা না বললেও চলত... সবাই জানে) ৪) প্রযুক্তি মোটামুটি ধ্বংস হয়ে যাবে... আমার মত কম্পু প্রফেশনালরা না খেয়ে মরতে পারে... অথবা হাল চাষ করে হয়তো কোন রকমে... ৫) অভাব ও সংকটের মুখে পড়ে মানবিক মূল্যবোধ নামক কিছু কারো মাঝে অবশিষ্ট থাকবে বলে মনে হয় না (অবশ্য যুদ্ধ না লাগলেও এটা ঘটবে.. আজ না হোক, আরো দুই'শ বছর পরে হলেও...) ৬) ইন্টারনেট ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার দরুন এইখানে আজাইরা আলাপ করতে পারুম না... সবচেয়ে দু:খের ব্যপার মনে হয় এইটাই আমার কাছে... আর যদি এ্যাটমিক হামলা হয়,.... তাহলে তো............ সব শ্যাষ!!!! পি.এস: গুগলে ইমেজ সার্চ করাটা দেখি দিন দিন বিপদজনক হয়ে যাচ্ছে। এটমিক বোম্ব-এর ছবি খুঁজতে গুগল ইমেজে সার্চ দিয়েছিলাম.. চলে এলো সংক্ষিপ্ত পোষাক পড়া 'Miss Atomic Bomb' এর ফটোগ্রাফ! কি তামশা! আচ্ছা, যুদ্ধের পর কাপর চোপড়ের সংকট হলে নাহয় ওরকম সংক্ষিপ্ত ড্রেস মেনে নেয়া যাবে, কিন্তু এখন মানুষ কিসের অভাবে এত অল্প কাপর দিয়ে ড্রেস বানায় কেউ বলতে পারেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.