আমাদের কথা খুঁজে নিন

   

হাতিরঝিলে কিছুয়ক্ষণ ও আমার ভাবনা

গিয়েছিলাম হাতিরঝিল, না হাতি দেখতে নয় । যা দেখলাম তা দেখে আমি সত্যিই মুগ্ধ ... মনে হলো আমি ঢাকায় নাই । আমি অন্য কোথাও আছি । গাড়ীগুলো শা শা করে পাশ দিয়ে চলে যাচ্ছে । কোথাএ এক সেকেণ্ডের জন্য থামতে হচ্ছে না ।

ঠিক যেমন বিদেশী ছবিতে দেখা যায় । অনেকক্ষণ হাটলাম । কিন্তু মনে হলো এই কতটুকুই বা হাটা হলো । সত্যি বলছি এমন সুন্দর পরিবেশ ঢাকাতে আর একটিও খুজে পাওয়া যাবে না । আলেয়ার আলোখেলা দেখতে এত অপরূপ লাগছিল না দেখলে বিশ্বাস করা যাবে না ।

অনেক আনন্দের সাথে মনে একটা ভয় নিয়ে ফিরলাম । এই সৌন্দর্য আমরা অক্ষুণ্ন রাখতে পারবো তো ? ঠিক আজকের মত পরিষ্কার পরিচ্ছিন্ন একবছর পরও থাকবে তো ? বিশাল এলাকা - ইলেকট্রেসিটি গেলে দর্শনার্থীদের অসুবিধা হবে না তো ? তারা কোন দুর্ঘটনার শিকার হবে না তো ? এ ছাড়াও সবচেয়ে যে ভয়টা আমার মনের মধ্যে বেশি কাজ করছিলো তা হলো - আমাদের পবিত্র সংসদ ভবন এলাকা নিশিকন্যাদের হাত থেকে মুক্ত নয় । জিয়া উদ্যানের কথা তো না হয় নাই আসলো । এ এলাকা কি ও দের হাত থেকে রক্ষা পাবে ? দুইদিন পর হিজড়ারা অত্যাচার করবে না এই নিশ্চয়তা কে দিতে পারে আমাদের ? তারপরেও আমি আশাবাদী, সুন্দর থাকবে সুন্দরের মত । যদি আমরা সবাই সেটা রক্ষা করতে পারি ।

শুভকামনা তাদের জন্য যারা এই বিশাল কাজটি এত সুন্দর ও সুনিপুণভাবে সম্পন্ন করেছেন । তাদের পথ চলা শুভ হোক , সুন্দর হোক আগামী । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।