নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
স্বাধিনতার পরবর্তী সকল সরকার রাজাকার ইস্যুটি ঝুলিয়ে রেখে শুধু ফায়দা লুটে গেছে। কাজের কাজ কিস্যু করে নাই। মুক্তযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির ইদানিং রাজাকারপ্রীতি দেখে রাজাকাররাও লজ্জা পায়।
আমি রাস্ট্রবিজ্ঞান বুঝিনা। কিন্তু এটা বুঝতে পারছি স্বাধিনতার পরে বর্তমান সরকারের মতো এত নিরপেক্ষ আর কেউ ছিল না।
দলমত নির্বিশেষে তাদের দুষ্টের দমন নীতি আপামর জনসাধারনের ভাল লেগেছে। তাদের উছিলাতে দেখতে পেলাম রাজনীতিবিদরা পচে গেছে। তারা এখন গলিত লাশ। তাদের সাথে থেকে মুক্তিযোদ্ধারাও পচে গেছে।
এখন পর্যন্ত সেইসব মুক্তযোদ্ধাদের সত ও আদর্শবাদী দেখা যায় যারা রাজনীতি মুক্ত ছিলেন।
সময় এবং ক্ষমতার স্বার্থে মুক্তযোদ্ধারাও রাজাকারদের সাথে হাত মিলিয়েছে।
আপনি যদি মনে করেন আওয়ামীলীগ রাজাকারের বিচার করবে?
করবে না।
বিএনপি করবে?
করবে না।
এরশাদ করবে?
করবে না।
তাহলে?...
এখনই সময়।
রাজাকার বিচারের। সবাই এ সরকারের কাছে দাবী তুলুন। সাংবাদিক ভায়েরা পত্রকায় লিখুন। যাদের কাছে প্রমান আছে তারা তা সরকারকে জানান।
জেবতিকদার মতো কোন একজন এগিয়ে আসুন।
খালি আফসোস, গালাগালি আর গলাবাজি বন্ধ করে কাজে নেমে পড়ুন। যার যার নিজ এলাকার তথ্য দিয়ে সাহায্য করলেই হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।