হাসি কান্না, রান্না বান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হাসুন(কাঁদুন) আর রাঁধুন...
টমেটো প্রধানত শীতকালীন সবজি হলেও এখন সার বছর জুড়েই কাঁচা বাজারে পাওয়া যায়। আমাদের অনেকেরই ধারণা টমেটো হলো আমাদের বাংলা সিনেমার পার্শ্ব অভিনেতার মতোই, যার কোন নিজস্বতা থাকবে না। প্রধাণ চরিত্রের উপর তাকে নির্ভর করতে হয়, কিন্তু এই ধারণা ভুল। টমেটোকে চাইলে আপনি মূল ভূমিকাতেও অভিনয় করাতে পারেন। আপনার উপরই তা নির্ভর করছে, এবার তবে আমরা টমেটোকে দিয়ে কেন্দ্রীয় চরিত্রে কাজে লাগিয়ে ঝটপট তৈরী করে নেবো ক্রিম অব টমেটো স্যুপ, আপনিও তৈরী হয়ে নিন কোমরে গামছা বেঁধে, রাঁধতে!
উপাদানঃ
০১. চিকেন স্টক ১লিঃ
০২. টমেটো (ব্লেন্ডেড) আধা কাপ
০৩. রসুন (ভাঁজা) ১টেঃ চাঃ
০৪. বাটার ৫০ গ্রাম
০৫. ময়দা ১০০ গ্রাম
০৬. লবণ পরিমান মতো
০৭. চিনি ২টেঃ চাঃ
০৮. গুল মরিচ ২চিমটি
০৯. মিল্ক ১০০মিলি.
১০. মিল্ক ক্রিম ৫০গ্রাম
এবার তবে মূল প্রণালী জানতে দয়া করে এখানে ক্লিক করুন।
নিত্য নতুন খাবারের আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।