আমাদের কথা খুঁজে নিন

   

টমেটোর আঘাতে দুই দেশের মধ্যে টানাপোড়েন

দেশের ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে জুতোর পর প্রতিবাদের অস্ত্র এখন পচা টমেটো। ঠিক যেমনটা হয় ঢাকার মাঠে হেরে গেলে, তেমনই হল মস্কোয় ডাচ রাজার সঙ্গে। প্রতিবাদের অংশ হিসেবে টমেটো ছুঁড়ে মারা হল ডাচ রাজ ও তার রাণীকে। রাশিয়া-নেদারল্যান্ডসের ঐতিহাসিক চুক্তি সাক্ষরের উৎসব পালন করতে মস্কোয় এসেছেন ডাচ রাজা উইলিয়াম আলেকজান্দার। রাজার সঙ্গে আছেন রাণী ম্যাক্সিমা।

সাক্ষরের আগে ডাচ রাজা, রাণী একেবারে রাজকীয় পোশাকে হাজির হন এক সঙ্গীত অনুষ্ঠানে। রাজা-রাণী অনুষ্ঠানে ঢুকতে যাবেন তখনই টমেটো উড়ে এসে পড়ল রাজা-রাণীর গায়ে। এই অভিনব প্রতিবাদ দেখালেন দেশের নিষিদ্ধ সংগঠন ন্যাশানাল বলশেভিক পার্টি। সংগঠনের নেতা এদুয়ার্দ লিমোনোভ স্বদর্পে বললেন, পচা টমেটো ছুঁড়ে রাজা-রাণীদের উচিত শিক্ষা দিয়েছি আমরা।

টমেটো ছুঁড়ে মেরে প্রতিবাদের কারণ নেদারল্যান্ডসের এক জেলে ন্যাশানাল বলশেভিক পার্টির এক শীর্ষে নেতার রহস্যজনক মৃত্যু।

চলতি বছরের জানুয়ারি মাসে আলেকজান্দার দোলমাটোভ নামের সেই নেতা আত্মহত্যা করেন ডাচ গোয়েন্ডাদের হেফাজতে থাকা অবস্থায়। ।

এদিকে, রাজা-রাণীর উপর টমেটো ছোঁড়ার ঘটনায় বেশ ক্ষুব্ধ ডাচ প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে টমেটোর আঘাতে না দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায়।  



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।