আমাদের কথা খুঁজে নিন

   

কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পৌর ভবনের পাশ থেকে রাসেল (২৪) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৯টায় ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাণীশংকৈল পৌর ভবনের পিছনে এক ছাত্রের লাশ দেখেতে পেয়ে থানা পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। রাসেলের রাড়ি হরিপুর উপজেলায়। সে দিনাজপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।

রাণীংশকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার জানান, প্রেম ঘটিত কারণে রাসেল নেশাগ্রস্থ হয়ে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.