আমাদের কথা খুঁজে নিন

   

ফাকিস্তান নাকি নিরাপদ!!!!

সময়ের এই ক্রান্তিকে এসে বলি হাতটা বাড়াও একটু জড়িয়ে ধরি একটু কষ্ট করে পইরেন তো সময় পাইলে পাকিস্তান নাকি এখন নিরাপদ একটা দেশ আমি এইডা কি হুনলাম?? আমার তো এইডা হুইন্না এখনই বিষ খাইতে এচ্ছা করতিসে আজকে নাকি একটা সংবাদ সম্মেলনে পাকি গো ক্রিকেট দলের আধিয়ায়ক মিশবাহ কইসে এই কথা তাইলে প্রতিদিন এইযে বোমা হামলায় মানুষ মরে এইডা কি তানাদের কাছে কি মনে হয় এই প্রশ্ন আমার জাতির কাছে???? তাদের ভাষায়!!!! ‘পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের প্রতিটি ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকে। কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা এখানে নেই।’ মিসবাহ বাস্তবতা যা-ই হোক, মুখের কথায় মিসবাহর চেয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন পাকিস্তান দলের ম্যানেজার। তিনি দাবি করলেন, বিশ্বের অন্য কোনো দেশের চেয়ে পাকিস্তান কম নিরাপদ নয়। বিশ্ববাসীর ধারণার সঙ্গে বাস্তবতার অনেক ‘ফারাক’ উল্লেখ করে নাভিদ আকরাম বলেন, পাকিস্তান সম্পর্কে ধারণা ও বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে কেউ সফর করছে না, অথচ বিশ্বের অন্য দেশগুলোর মতোই পাকিস্তান নিরাপদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.