ভুল ভুলে অনেক কিছুই তো চলে গেল
পাকিস্তানের উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের ওয়াজিরিস্তানে বড় ধরণের সামরিক অভিযানের হুমকির মুখে তালিবানরা কুত্তা পাগল অবস্থায় । গত দুইসপ্তাহ ধরে গোটা পাকিস্তানে বিশেষ করে উত্তরপশ্চিমের জায়গাগুলাতে অনবরত বড় ধরণের হামলা চালাচ্ছে তালিবান ও অন্যান্য সমগোত্রীয় জঙ্গিরা ।
এদিকে ওবামা প্রশাসন , আফগানিস্তানে তালেবানদের টুকটাক ক্ষমতায় অংশিদারীত্ব দিয়া , আল-কায়েদার সাথে তাদের সম্পৃক্ততা কাটাইয়া মেইনস্ট্রিমে নিয়া আসার চেষ্টা চালানির স্বিদ্ধান্ত নিতে যাচ্ছে । হালা আবুল কুনহানকার । তেনার ধারণা ইরাকে যেমন ছোটখাট সুন্নি মিলিশিয়া গ্রুপগুলারে আল-কায়েদার বিরুদ্ধে নিয়া আসা গেছে ক্ষমতায় অংশীদারীত্ব দিয়া , একইভাবে তালেবানদেরও আনা সম্ভব ।
মদনারে কে বুঝাইবো, ইরাকি সুন্নি মিলিশিয়া আর তালেবান এক জিনিস না । ইরাকি মিলিশিয়ার মোরালে হৈলো ন্যাশনালিজম , আর তালেবানের মোরালে হৈলো মেগালোম্যানিয়া।
গত দুই সপ্তায় পাকিস্তানে বড় ধরণের জঙ্গি হামলাগুলার একটা সারসংক্ষেপ =>
৫ অক্টোবর ২০০৯
নিরাপত্তা রক্ষীর বেশে রাজধানী ইসলামাবাদে বোমা হামলা । জাতিসংঘ খাদ্য পরিষদের পাঁচ কর্মী নিহত ।
৯ অক্টোবর ২০০৯
পেশোয়ারে আত্নঘাতী গাড়ী বোমা হামলায় ৫৩ জন নিহত।
১০ অক্টোবর ২০০৯
রাওয়ালপিন্ডিতে ২২ ঘন্টার জিম্মি নাটক । ৯ হামলাকারী এবং অন্য ১৪ জন নিহত ।
১২ অক্টোবর ২০০৯
উত্তরপশ্চিমের সাংহালা জেলায়, বাজারের পাশে আর্মির গাড়ীতে আত্নঘাতী গাড়ীবোমা হামলা । ৬ জন নিরাপত্তা কর্মীসহ ৪১ জন নিহত ।
১৫ অক্টোবর ২০০৯
তিনটি নিরাপত্তা স্থাপনায় বন্দুকধারী দলের হামলায় ২৭ জন নিহত, যার মধ্যে কয়েকজন হামলাকারীও ছিলো ।
পাশাপাশি পুলিশ স্টেশনে আত্নঘাতী গাড়ি বোমা হামলায় উত্তরপশ্চিমের কোহাত জেলায় ১১ জন ও পেশোয়ারে ৬ বছরের শিশু নিহত ।
খবর সমূহের সূত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।