আমাদের কথা খুঁজে নিন

   

ভারত বনান ফাকিস্তান। আমি করে সমর্থন করুম !!

http://www.facebook.com/ruman125
আজ ভারত বনান ফাকিস্তান খেলা। আর আমি খাটি বাংলাদেশী সমর্থক এবং চরম ভারত~ফাকিস্তান বিরোধী। খেলার সাথে নাকি রাজনীতির কোন সম্পর্ক নাই। একথা বলেন অনেকেই। বিশেষ করে যারা ফাকিস্তানের সমর্থক তাদের এই একটাই যুক্তি।

কেউ কেউ ধর্মীয় ব্যাপারটাও যুক্তিতে বলেন। তার মানে খেলার সাথে রাজনীতির সম্পর্ক নাই তবে ধর্মীয় সম্পর্ক আছে। এসব আবালীয় যুক্তি শুনলে মনে হয়........ আর ভারত। এরা তো দক্ষিন এশিয়ায় এদের কি মনে করে বুঝি না। মাঝে মাঝে বড় ভাই হতে চায় আবার চান্স পেলে বাপ হয়ে যায়।

বর্ডার কিলিং, নদীর পানি আটকিয়ে, ... নানা ভাবে আমাদের ক্ষতি করছে। আমার কাছে কোন দলকে সমর্থন করা আবেগের ব্যাপার। যে কারনে আমি বাংলাদেশকে সমর্থন করি। এখানে না আছে রাজনীতি না আছে ধর্ম। আর এই কারনেই আমি ভারত~ফাকিস্তান বিরোধী।

আজকের খেলায় আমি কাওকে সমর্থন করব না। তবে ফাকিস্তান হারলে খুশি হই। ভারত জিতলেও খারাপ লাগে। দুই দিকেই আমার পরাজয়। ভালো লাগা আর খারাপ লাগা এই দুইয়ের মধ্যে যদি কোন একটাকে বেচে নিতে হয় তবে আমার মনে হয় ভালো লাগাকেই বেচে নেওয়া ভালো।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.