আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত একটা স্বপ্নের আবেশ...........

রোকেয়া ইসলাম অদ্ভুত একটা স্বপ্ন দেখে আমার ঘুম টা ভেঙ্গে গেল । ভালো লাগার একটা অনুভুতি আমাকে ঘিরে রেখেছিল বাকি রাতটুকু । আমি দেখলাম অনেক গুলো তাজা রজনিগন্ধা আর লাল গোলাপ হাতে নিয়ে আমার শিয়রের পাশে তুমি দাঁড়িয়ে আছ । তাজা ফুলের মিষ্টি গন্ধে আমার ঘুমটা ভেঙ্গে গেল । আমি তাকিয়ে আছি তোমার দিকে ।

এক গুচ্ছ তাজা ফুলের ভিতর তোমার মুখটা কিযে ভালো লাগছিল আমি তা বলে বুঝাতে পারবো না । তোমার হাসিমাখা মুখটা যেন ঐ তাজা ফুলগুলির চেয়েও অনেক সুন্দর । তুমিও হাসি মুখে তাকিয়ে আছ আমার দিকে । আমি উঠে বসতেই ফুলের তোড়া গুলি আমার দিকে এগিয়ে দিয়ে বললে "তোমার জন্য" । আমি ফুলগুলি নিতে হাত বাড়াতেই আমার ঘুম টা ভেঙ্গে গেল ।

দেখলাম চারপাশে কেবলি শুন্যতা । কেও নেই, তুমি নেই, আমি শুধু একাই আছি । সাথে আছে আমার আদ্ভুত সুন্দর স্বপ্নের আবেশটুকু............। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.