ভেলরি টেলর বলেছিলেন,আমি শুধু একটি জায়গাতেই আশাবাদী.. যা সত্য তা একদিন প্রতিষ্ঠিত হবেই। তাই হয়েছে,শেষপর্যন্ত ভেলরি টেলরের জয় হয়েছে। জয় হয়েছে মানবতার । তাকে আবার সিআরপির সমন্বয়কের পদে পুনর্বহাল করতে বাধ্য হয়েছে সিআরপি বোর্ড। প্রকৃত মানবতাবাদী ভেলরির প্রতি সবার ভালবাসা ছিল বলেই ব্লগে আরিফ জেবতিক,মাহবুব সুমনরা তার জন্য দেশ-বিদেশে আন্দোলন গড়ে তুলেছেন,চ্যানেল আই-এ সঞ্জয় চাকী ভেলরিকে নিয়ে দু'পর্বের রিপোর্ট করেছেন । শেষে এসে এটিএনও রিপোর্ট করেছে,বাংলা-ইংরেজি দৈনিক,সাপ্তাহিক একের পর এক রিপোর্ট করেছে। শুধু পদে পুনর্বহালের ঘোষণা নয়,তা যেন যথাযথ বাস্তবায়ন হয়,সেব্যাপারেও কি সতর্ক থাকতে হবে না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।