আমাদের কথা খুঁজে নিন

   

ভেলরি টেইলর-এর জন্যে...

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

তোমারই মধ্যে প্রতিদিনের মায়া। ফুলের পাঁপড়িতে শিশিরের মতো তুমি আসো। তুমি না থাকলে দিগন্ত ম্লান হয়ে উঠে। ঢেউয়েরা চিরদিনের জন্যে উধাও হয়ে যায়। আমি বলেছি তুমি বাতাসে মাস্তুলের মতো দেবদারুর আন্দোলিত শাখার মতো গান গাও। ওদেরই মতো তুমি দীর্ঘ আর ঋজু, বিষন্ন, আবার একই সময়ে যাত্রার মতো উচ্ছল। পুরনো রাস্তার মতো যা পাও তুমি সবই সংগ্রহ করো। তুমি স্বচ্ছ প্রতিধ্বনি আর ঘর-কাতুরে মানুষের অজস্র কন্ঠস্বরে ভরা। আমি জেগে উঠলেই পাখিরা ভয়ে পালায় অথচ তোমার বুকের মধ্যে ওরা এতক্ষণ শান্ত হয়েই ঘুমিয়ে ছিলো ________________ মূলঃ পাবলো নেরুদা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.