যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
মুক্তিযুদ্ধের কথা বলার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। তার আর কোন যোগ্যতা থাকার দরকার নেই। তার হাত দরকার নেই, পা দরকার নেই, চোখ দরকার নেই, জ্ঞানী হবার দরকার নেই, আস্তিক হবার দরকার নেই, নাস্তিক হবার দরকার নেই। তার দরকার কেবল মুক্তিযুদ্ধের কথা শোনানো, স্বাধীণতার কথা শোনানোর ইচ্ছেশক্তি। যারা এ দেশের মাটিতে জন্ম নিয়ে এদেশের সাথে বেঈমানী করেছে তাদের দিকে ছুড়ে দেয়া থুতুই বিশাল যোগ্যতা, সৌন্দর্য্য, শ্লীলতা। এটা যাদের আছে তারাই মুক্তিযুদ্ধের কথা বলে, আর রাজাকারেরা তাদের অসুস্থ্য বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।