আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ন আছি বহুদিন-ইসাবেলা

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

১১.০৫.০৭ পরিত্যক্ত ট্রেনের বগির মতো পড়ে আছি অনাদরে অবহেলে, সারা গায়ে নিয়ে অসুস্থতার জং একদিন আমারও ছিলো ব্যস্ততা, সময় নেই সময় নেই কোরাস (কৃত্রিম), কর্মচঞ্চল; এখন ডানে দুর্বাঘাস তো বাঁয়ে অশ্বথথের চারা উঠছে গজিয়ে স্থবিরতায় উপোসী মনন নৈর্ব্যক্তিক দেখে যায় সব সুদিনের অপোয় আহা ঘাস, বট, আমি তাদের ছাঁটি না বুকে আগলে রাখি, ওরাই আমার সঙ্গী এই অমানবিক নিঃসঙ্গতায় কতদিন কোনো হরিয়াল চোখে ফেলে রাত আলো আমি দেখি না আমাকে কেমন দেখায় একজন মানুষ অথবা নিদেনপক্ষে কম্পিত হাত ধরবে এমন আশ্বাসে নির্ভার হতে আজকাল বড্ড মন চায় - আমার একাকীত্বের গ্লেসিয়ার কাটবে কি কারও মানবিক উষ্ণতায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।