শেষেও পাঠক হতে চাই
বিটকেলে স্যার পল স্যাম কে.........................
বিষণ্নের বিষণ্নতায় বিষিত হয়ে হেঁটেছি কাল-নিরবধি,
অফুরান অনন্তের পথ ধরে অনন্তকাল।
অ-নিঃশেষ নীরবতায় একাকী আমি, মঙ্গলের লাল অরণ্যের ছায়ায়।
হয়নি শেষ, হয়তোবা হবেও না।
ঊষা, গোধূলী, মধ্যাহ্নের মধ্যাহ্ন বা নীল জোছনায়,
ধূসরতায় ধূসর-বিধূর এ অনন্ত ক্রান্তিকাল.........
তবুও তারপরেও...........তারপরেও
সময়ের সাথে গলাগলি, ধরাধরি, চোখাচোখি, শেষে একটু ছোঁয়াছুঁয়ি
নিরুপায় আমাকে নিয়ে আমি কী-ই যে করি.......
রূপকথা রূপকথা,
কোথা যাও, রেখে আমায় একা?
দাড়াওনা একটু এবার
বাস্তবতার ব্যস্ততা, এ কেমন উন্মত্ততা?
এবার চাই হৃদ্যতা,
শেষতো হোক......প্রানের এ বিশাল শূন্যতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।