আমি একজন নিরাপদ ব্লগার
মুক্তিযুদ্ধ মিশে আছে আমার রক্তের সাথে । তাই ছোট বেলা থেকে মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানার খুব আগ্রহ । আর রাজাকারদের ঘৃণা করি অন্তরের অন্তঃস্থল থেকে । এবার রাজাকারদের(মুখে থু দিতে ইচ্ছা করে) জানার আগ্রহ জাগল তাই কয়েকটি ইনফরমেশন দরকার। কারো কাছে থাকলে সহায়তা করুন।প্লীজ।
১) সত্তুর এর নির্বাচনে কোন কোন বড় দল অংশ গ্রহন করে?এতে মুসলিম লীগ ও জামায়াত কি পরিমান ভোট পায়?
২)সত্তুর এর নির্বাচনে মুসলিম লীগ ও জামায়াত কয়টি আসনে অংশগ্রহন করে? কয়টিতে তারা জয়লাভ করে?
৩) রাজাকাররা কি কোন সরকারী বাহিনী ছিল, না বেসরকারী বাহিনী ছিল? রাজাকারদের নিয়ন্ত্রন কাদের হাতে ছিল?
৪)১৬ ডিসেম্বর রাজাকাররা কোথায় ছিল? তারা কি হানাদারদের সাথে আত্মসমর্পন করেছিল? করে থাকলে তাদের তালিকা কি আছে?
৫)এতদিন রাজাকারদের তালিকা কেন করা হয়নি?
৬) মুসলিমলীগ বাংলাদেশ থেকে কবে বিলুপ্ত হয়?
ভুল তথ্য না দিয়ে, আশা করি সবাই সঠিক তথ্য দিবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।