আমাদের কথা খুঁজে নিন

   

অসম্পুর্ণ কোলাজ

এসো কবিতায় কথা বলি, কিছু তো সত্যি বলা হবে !!

জীবনের অনাবিল স্রোত থেকে একঝাঁক টুকরো সময় দহনের অভিগ্ঞান নিয়ে অবিরল অপাঙ্গে তাকায়। দিগন্তে সন্ধ্যা নেমেছে ঢের, ঢের পথ হাঁটা হয়ে গেছে পথে; এখনো কুহকী রাত খোলা জানালায় দিপালী পোকার মত ভিড় করে আসে। সংকোচে হাত রাখে চুলে; ঢেউ ওঠে বুড়ি বেহুলায়। যে অব্যক্ত সময় জন্ম দিয়েছি কোন চাঁদমুখ রাতে, গভীর বিজনে, তারই গাঢ় অনুভব - নীল করে রাখে আমাদের আভুমি জীবন। যাও স্বপ্ন, ছেঁড়া ঘুম, কৃষ্ণচুড়া ফুল, নির্বিঘ্নে জড়িয়ে থাকো মানুষের পায়ে। আমি এই খাদের কিনারে মায়াবী শুক্তিতে রেখে যাবো আমার হারানো কবিতার একটি অনির্বাণ পংক্তি। তোমাদের হোরিখেলা হলে, তার থেকে কল্কি জন্ম নেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।