বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
যদিও বয়সের কারণে স্মৃতিশক্তি অতি দূর্বল, তারপরও যদি ঠিকমতো মস্তিস্কের সেলগুলো কাজ করে তাহলে এই ফেরদৌস কোরেশী হচ্ছে সেই ফেরদৌস কোরেশী যিনি একসময় বিএনপি'র রাজনীতিতে অতি সক্রিয় ছিলেন। নিয়মিত লিখতেন যায়যায়দিনে। এখন তিনি আবার রাজনীতির মাঠে চমক দিতে যাচ্ছেন। সকালে উঠেই টিভিতে তার সাক্ষাতকার দেখে খুবই চমক ও আনন্দ পেলাম। ড: ইউনূস যা পারেননি এখন কোরেশী দিবেন দাবার ছক উল্টে।
আমি কিন্তু একবারও বলিনি উল্টাবেন কি খেলে, না পুরো বোর্ড ধরে হেঁচকা টান দিয়ে।
তার সাক্ষাতকারে খুব আশার সাথেই বললেন, সব দল থেকেই লোকজন এসে যোগ দিবে তার নতুন দলে। সবুর করো আর ক'টা দিন, দিকে দিকে রশুন বুনা হচ্ছে। ক্ষমতার কলকাঠি বড়ই শক্তিশালী। দল ভাঙ্গবে নদী ভাঙ্গার মতো।
তারপর রাজনৈতিক ভিটেহারারা যোগ দিবে নতুন রাজনৈতিক বস্তিতে। বাংলাদেশের রাজনীতিতে এই ধারা নতুন কিছু না। বিশেষত: জাতীয়তাবাদী রাজনীতির পচন প্রক্রিয়া এতো গভীর যে পাচকের পক্ষে তা রান্না করে পরিবেশন করা সম্ভব না। তাই, এখন নতুন করে মাছ ধরা হচ্ছে। অপেক্ষা করুন জাল তোলা পর্যন্ত।
বড়ো মাছ, ছোট মাছ সহ পাঁচমিশালী মাছের চমতকার চর্চরি জাতির উদ্দেশ্যে উতসর্গ করা হবে। তারপর হারিছ চৌধুরীসমতে সকল খাটা আখাটা হাজতবাসী দুর্দান্তভাবে সুশাসন বইয়ে দিবে। বড়ো অভাগা দেশ। ফেরদৌস কোরেশীদেরকে ক্ষমতার মঞ্চ সাজাবার জন্য পেছনের দরজা দিয়ে আসতে হয়। অনেকে যা এক্সিট প্ল্যান বলছেন।
আমার কাছে মনে হচ্ছে নতুন দলের জন্য শুরু হয়েছে জাতির প্রসব ব্যথা। ডেলিভারী নর্মাল হবে, না সার্জারী করে হবে তার জন্যই জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।