আমাদের কথা খুঁজে নিন

   

রিকশার বিকল্প কী হতে পারে?

timursblog@yahoo.com

আজ রাজধানীর অলিগলিতে রিকশা চলতে দেয়ার পক্ষে সোহেইল জাফর/যুথচারী পোস্ট দিয়েছেন । পাল্টা যুক্তি প্রদর্শনেও পিছপা হননি অনেকে, রিকশা জ্যাম বাড়ায়, অমানবিক ইত্যাদি । আসলে আমরা যদি একটা অল্পখরচে, দুষনমুক্ত ও মোটামুটি দ্রুত গতি সম্পন্ন এমন বাহন খুঁজতে চাই তাহলে দেখব আমাদের অপশন ছোট হয়ে আসছে । এরকম একটা বাহন আছে অবশ্য, স্পোর্টস বাইক । কিন্তু সেটায় মহিলা বা বাচ্চারা স্বাচ্ছন্দ্য বোধ করবে না ।

বাজারের থলে নিয়ে বাড়ি ফেরাও ঝক্কি হতে পারে । আর দুধে-ভাতে থেকে যারা মেদ ভুঁড়ির মাত্রা বাড়িয়েছেন ননীর শরীরে তাঁদেরও খুব একটা পোষাবে না । (যদিও শেষ মানদন্ডটা বাদ দিতে পারি । যেমন হরতালের দিনে আমরা অনেক সময়ে মেলাদূর হাঁটি ) এখানে এখন বিকল্প হতে পারে টুইক (বা টোয়াইক যাই হোক না কেন) বা হাইটেক ট্রাই সাইকেল । একটা অ্যালুমিনিয়াম-ফাইবারগ্লাস-অ্যারোডিনামিক বডি, অনেকগুলো গিয়ার সহ পেডাল প্রপালশন সাথে রিচার্জেবল ব্যাটারি চালিত ইলেক্ট্রিক মোটর একটা সাশ্রয়ী নগর পরিবেশ বান্ধব বাহন হতে পারে ।

এখন আপনি বলবেন টুইকের যা দাম সেটা দিয়েতো গাড়ি কেনা যায় । কিন্তু আমি বলব সেটা সুইজারল্যান্ডে তৈরি বলে । বাংলাদেশে তৈরী হলে আরেকটু কম ফিটিং থাকলে জিনিসটা নিশ্চয়ই আরো কম দামে বিকোতো । আপনারা কী বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.