আমি দেখিনি , আমি শুনিনি , আমি বলিনি অনেক কিছুই....। ১। আর কত বিশ্বব্যাংক , আই এম এফের পা চাটবো ????
ওরা বললো যানজটের কারন রিকশা সুতরাং রিকশা উঠাও । অথচ যানজটের জন্য বিশ্বের সবচেয়ে জঘন্য শীর্ষ দশ শহরে ঢাকার নাম নাই । লন্ডনের যানজট ঢাকার চেয়েও জঘন্য কই তারপরও দেখি নাতো এইখানে বিশ্বব্যাংক-আইএমএফের মাতবরী????????
আমরা কি ভেবে দেখেছি একটা রিকশার জায়গায় কি সুন্দরভাবে একটা জাপানি টয়োটা জায়গা নিছে ঢাকার রাস্তায় ??? জাপান বিশ্বব্যাংক-আইএমএফের সবচেয়ে বড় টাকার যোগানদার আর জাইকার সুদের টাকা ছাড়াতো আমাদের বড় সব প্রজেক্ট হয় না ।
একটা টয়োটা আসলে কি যানজট কমে না জাপানের কিছু পয়সা রোজগার হয়??????
২। কৃষি কাজে ২০ বছর আগেও এতো কিটনাশক লাগতো না। আর এখন নাকি ঐটা ছাড়া ফসল হয় না !!!!!!!!! কে বলছে ??? আধুনিক কৃমি গবেষক সরি কৃষিগবেটরা যাদের বেতনের পয়সা আসে বড় বড় কিটনাশক উৎপাদনকারী কোম্পানিদের কাছ থেকে। আমার দেশের উর্বর ফসলি জমি নষ্ট হচ্ছে অনুর্বর কিন্তু ব্যবসায়িক মস্তিস্কের কিছু লোকের দ্বারা। আর সরকার বাহ বাহ পাচ্ছে তাদের সময়োপযোগী দৃষ্টান্তমূলক ( ! ) হাতে হারিকেন ধরায়া দেয়া জঘন্য কাজের জন্য এবং তারা তাতেই খুশি।
৩। আর আমার দেশের গ্যাস কিনতে হবে আমার নিজের টাকায় কি অদ্ভুত যুক্তি!!!!!!! দেশের মানুষ পয়সা দিয়া গ্যাস পায়না আর বিদেশি কোম্পানি আইসা গ্যাস পোড়ায় যায় তবুও কিছু বলি না , কেন ? পাছে আবার নেতাদের বিনামূল্যে বিদেশ ভ্রমন , দামী গাড়ি পাওয়া বন্ধ হয়ে যায়??? । আমি বুঝিনা কেন নিজেদের গ্যাস সম্পদ আছে জেনেও আমার গ্যাস বিষয়ক কোনো ইন্জিনিয়ারিং বিষয় খুলি না আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলাতে???????? নিজেদের কেন আমরা যথেষ্ঠ যোগ্য বানাচ্ছি না এই বিষয়ে?????? সরকার টাকা পয়সা অনেক খরচ করে অনেক খাতে কিন্তু পেট্রো বাংলা আর বাপেক্স ব্যস্ত আছে নিজেদের বাক্সপটরা গোছাইতে। দরকার হলে বিদেশি দক্ষ জনবল নিয়োগ দেব যেমন দেই ক্রিকেট দলে। ভেনিজুয়েলা সব তেল ক্ষেত্র নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নিয়েছে কারন তারা অনেক ভুক্তভোগী ।
আর কতকাল ভুক্তভোগী হলে পরে আমাদের হুস হবে ?????????
৩রা জুলাই কর্মসূচী । আসুন আমরা সবাই তাতে সতঃস্ফুর্তভাবে যোগদান করি। এই হরতাল আমাদের সকলের, সত্যিকারের জনগনের , কোনো রাজনৈতিক দলের মিথ্যাচার না। আমাদের সময় হয়েছে আরেকটা আশির দশকের , আরেকটা গন-আন্দোলনের। আর কতকাল পড়ে থাকবেন মিথ্যার আড়ালে???? নাহলে দেখবেন রাজা , রাণী , রাজপুত্র, রাণীপিতা উজির নাজির আপনারা প্রজা সবই ঠিক আছে শুধু পাঁচ বছর পর পর রাজ্যসভার পরিবর্তন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।