প্রশ্ন : যক্ষ্মা ছাড়া অন্যান্য রোগেও কি কাশির সঙ্গে রক্ত আসে?
উত্তর : অন্যান্য রোগেও কাশির সঙ্গে রক্ত আসতে পারে। যেমন- : ব্রংকাইটিস, * ফুসফুসে ক্যান্সার, * যক্ষা, * ব্রংকিয়েকটেসিস, * ফুসফুসে ফোঁড়া, * পালমোনারি থ্রামোএম্বলিজম, * হার্টের বাল্বের সমস্যা, * হার্ট ফেইলার, * অন্যান্য কারণেও কাশির সঙ্গে রক্ত যেতে পারে। যেমন- বুকে আঘাতজনিত কারণে, বিভিন্ন ধরনের ভাসকুলাইটিস, যেমন- (পালমোনারি শিরা-ধমনীর জটিলতা), রক্তের বিভিন্ন ধরনের রোগের কারণ যেমন- হেমোফিলিয়া, ওষুধের কারণে যেমন- ওয়ারফেরিন ইত্যাদি।
প্রশ্ন : কাশির সঙ্গে রক্ত দেখা দিলে করণীয় কি?
উত্তর : কাশির সঙ্গে রক্ত, যা ফোঁটা ফোঁটা বা সরু রক্তের দাগ থেকে শুরু করে প্রচুর পরিমাণ রক্ত আসতে পারে। যাকে মেডিক্যালের ভাষায় Haemoptysis বলে।
কাশির সঙ্গে রক্ত দেখা দিলে কখনো কখনো ফুসফুসে জটিলতা সন্দেহ করা হয়। যেমন ফুসফুসের ক্যান্সার। সঠিক চিকিৎসায় রোগ পুরোপুরি নিমর্ূল করা সম্ভব। যেমন- এ রোগ প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ৬ মাসের ওষুধ খেলে রোগী সম্পূর্ণ ভালো হয়।
প্রশ্ন : ক্রনিক ব্রংকাইটিসের লক্ষণ বা উপসর্গ সম্পর্কে জানতে চাই।
উত্তর : বয়স ৪০ এর বেশি, দীর্ঘদিনের কাশি, মাঝে মাঝে হাল্কা রক্ত যাওয়া, দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস, অল্প পরিমাণ শ্লেষ্মাযুক্ত কাশি এবং আপনাআপনি রক্তপড়া বন্ধ হয়ে যায় যাওয়া এ রোগের লক্ষণ। এ উপসর্গ প্রকাশ পেলে সন্দেহ করা হয় ক্রনিক ব্রংকাইটিস হয়েছে। ধূমপানজনিত কারণে কাশি, প্রথম শুকনা পরে হঠাৎ করে কাশির প্রকৃতি পরিবর্তন এবং তার সঙ্গে রক্ত ক্রমাগত বেড়ে যায়, শিল্প কারখানায় কাজ করা, দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস কারণে কাশি, সকালে ঘুম থেকে ওঠার পর প্রচুর কাশি, সঙ্গে প্রচুর রক্ত যাওয়া ইত্যাদি কারণে ক্রনিক ব্রংকাইটিস হতে পারে।
উত্তরদাতা : অ্যাজমা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ফোন : ০১৭১১১৭১৬৩৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।