আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ বির্তকঃ তর্কে ভাংগি মগজের কারফিউ

হৃদি ভেসে যায় অলকান্দের জলে ...........

মাহবুব মোর্শেদ-এর লেখা- সিনেমা বিষয়ে সুমেরু যা বললেন ২০০৭-০৫-১৫ ১৪:৫৭:২৫ সুমেরুর উত্তর পাওয়া গেল। যার পর নাই খুশি হইলাম। কিন্তু ইনি আমার নাম ভুল করেছেন। শিক্ষিত লোক নাম বুল করলেও মজা লাগে। ফলে সুমেরু আমাকে মোর্শেদ না বলে মুর্শেদ বলেছেন বলে আমার খুশি হওয়া উচিত, কী বলেন? উনি এবার সিনেমা জগতের হরিদাস পাল হিসাবে আবির্ভূত হলেন।

একেবারে বড়দাদার ভঙ্গিতে মুশকিল, মুশকিল বলতে বলতে কমেন্ট শুরু করলেন। কেন মুশকিল কেন? কারণ সবকিছু সিনেমা হয়ে যাচ্ছে। আমি নাকি সবকিছুকে সিনেমা বলতেছি। তো আমি বললে তো সেটা সিনেমা হবে না। যারা বানিয়েছে, যারা বানায় তারা বললেও হবে না।

কে বললে সিনেমা হবে? উত্তর সহজ : সুমেরু বললে সিনেমা হবে। সুমেরু নিজের সঙ্গে একটা আমরা জুড়ে দিয়েছেন। এই আমড়াটা কেডা? কারা কারা মিলে আপনেরা আমড়া হলেন গো। কথা হচ্ছে, আপনার আর আমার মধ্যে এই আমরাটা কোথা থেকে এলো? সত্যি জানতে ইচ্ছা করছে আমরাটা কেঠা? আর কারা কারা মিলে আপনেরা ভাল সিনেমা দেখা অপছন্দ করেন? আমি যাকে সিনোম বলি তাকে আপনেরা সিনেমা বলেন না? সুমেরু আপনারা যে সিনেমাগুলাবে সিনেমা বলেন সেইগুলার কথা এট্টু জানতে ইচ্ছা করে। জানাইবেন নিকি? তাহলে আপনেরা কোন বোধ, বুদ্ধি ও বিদ্যা থেকে ভাল সিনেমা দেখা অপছন্দ করছেন তা বুঝতে পারতাম।

নিজের অশিক্ষাকে একটু ক্লিয়ার করতে পারতাম। আপনাদের চোখে কোন কোন সিনেমাগুলোকে সিনেমা মনে হলো জানাইয়েন। আর একটা ব্যাপার খিয়াল কইরেন। আপনারে আমি এক আনার দামও দেই না। ফলে ওয়াজ ফরমাইবেন না।

আমার কোন লেখা উচিত কোন লেখা আমি পারবো, এই ডিসিশনটা আমার। আপনে এতে কথা বলতে আইসেন না। পছন্দ হলে তর্ক করেন। তথ্য দেন। তত্ত্ব দেন।

লেকিন ওয়াজ মাত ফরমাইবেন। আমার ভাল আমি বুঝবো। দাদাগিরি নিষিদ্ধ। আর খবর দিয়েন ভারতে কোনো কামেল চক্ষু বিশেষজ্ঞ আছে কি না। যারে দেখালে আমার চোখ আপনাদের চোখের মতো করে সিনেমা দেখার যোগ্য হবে।

................................................................ উপরে লেখাটি সম্ভবতঃ ব্লগার সুমেরু মন্তব্যের প্রতি মন্তব্য হিসেবে লেখা । তর্কের বিষয় বস্তু ভালো ফিল্ম .... আমি আসলে ফিল্ম নিয়ে লিখতে বসিনি । বসেছি ব্লগের বির্তক নিয়ে আমার মতামত জানাতে । আমরা যারা এখানে ব্লগিং করি তারা সবাই যে সবজান্তা হবো তা তো নয় বরং আমার মতন স্বপ্লজ্ঞানীরা তো কিছু কিছু আছি । কিন্তু যখনই তর্ক শুরু হয় তখন আমরা সবজান্তা হতে দু'সেকেণ্ডর পরোয়া করি না ।

নিজের বিজ্ঞতা প্রমাণ করতে অস্থির হয়ে যাই আর বেশীর ভাগ ক্ষেতেই তর্কগুলো হয়ে যায় ব্যক্তিগত আক্রমণ ...' তুই কিছু জানোসনা .... তোর মতন নিরেট এইখানে কি করে ... আপনার এ বিষয়ে জ্ঞান দেয়া মানায় না.. মুর্খরে তো বোঝাবে কে ...' ইত্যকার মন্তব্য ভরপুর হয়ে যায় । ব্লগে যে সবসময়ই সিরিয়াস বিষয়ে আলোচনা হবে তা বলছিনা আর হলোও আমি তাহলে ... ফুটব । মজা , জোকস... খোচাঁখুচিঁ ... নইলে ব্লগ জমেনা । আমার বক্তব্য এতটকু যে ব্যক্তিগত আক্রমণ যতকম হয় ততোই ভালো । আর আবান্তর বিষয়ে যেমন ডিম আগে না মুরগী (বিশেষ করে মোল্লাদের প‌্যানপ‌্যানানি ).... সেগুলো বাহুল্য যে তা বলাই বাহুল্য.... !!! ( কলের গান টাইপের লেখা গুলোর জন্য প্রযোজ্য নহে !!) শিরোনামটি আমার খুব পচ্ছন্দের একটি লাইন , সেটা আমার লেখা নয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.