~ইচছাটাই জীবনের বড় সম্বল~
আগন্তুক "মা" দিবসকে ভালবাসায় স্বাগতম । "মা" কে অনুভব সেদিনই করেছিলাম যেদিন এই আমি প্রথম "মা" কে ছেড়ে ঘুমাতে যাই। সেই দিনটি ছিল আমার মেস জীবনের প্রথম দিন ।
৮ম শ্রেনীর পাঠ চুকিয়ে গ্রাম ছেড়ে পাড়ি জমাই জেলা শহরে পরবতি পাঠ চুকানোর জন্যে । সে রাতে ঘুম হয় নি । শুধুই মনে পড়তে ছিল পেছনের দিনগুলোর কথা । "মা"কে কখনো আপন করে পাবার বাসনা আগে হয়নি কিন্তু সে রাতে হয়েছিল।
!!!!কেন হয়েছিল জানি না ........
>>কে কী রকম "মা" কে ভালবাসেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।