আমাদের কথা খুঁজে নিন

   

সম্পুরক পোস্টঃ বেহেস্তে কি গনতান্ত্রিক অধিকার থাকবো



জনৈক ভদ্রলোক কাঠুরিয়া, হোসাইনের পোস্টে বেহেস্তের মাগিবাজিকে ঠিক মাইনা লইতে পারতাছেন না। ওনারে দোষ দেওন যায়না। ধাষ্টামো সবার জইন্য না। তাছাড়া চক্ষের সামনে যদি দেখি ৩০/৪০ টা হুর লইয়া আমার বাপ আমার সামনেই লুইচ্চামি করতাছে তাইলে আন্দোলনে আমিও যাইতে পারি। কথা হইতাছে বেহেস্তে আন্দোলন, সেমিনার, সাম্বাদিক সম্মেলনের সুযোগ আছে নিকি। গনতান্ত্রিক মৌলিক অধিকার থাকবো তো? নাকি ঐখানেও জরুরী আইন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।