আমার সখের ডিএসএলআর(NIKON D3000) খানা কালকে রাতে দূর্ঘটনা ক্রমে ভেঙ্গে গেছে। লেন্স এর ভিতরের কোন কাচ ভাঙ্গে নি কিন্ততু যে আংশ ক্যামেরা বডিতে গিয়ে লাগে (প্যাচের মত) ওখানেই ফ্রাকচার হয়েছে। আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। খুব কষ্ট করে কিনেছিলাম। নষ্ট হতে পারে বিধায় কম ইউজ করতাম, যদিও এটা কোন যুক্তি যুক্ত সমাধান ছিল কি না জানিনা। এখন প্রশ্ন নাম্বার এক ক্যামেরা রিপেয়ার করে এমন ভাল প্রতিষ্ঠান কোনটি?? ভাল হোক বা না হোক সান্তনা পেতাম। ২য়ত ১৮-৫৫ mm NIKOR VR lens এর দাম কত?? নতুন এবং পুরোনো?? ৫৫-১০৫mm NIKOR VR lens এর দাম কত?? নতুন এবং পুরোনো?? ৩য় অপশান উপরের গুলো সম্ভব না হলে মানে রিপেয়ার বা নতুন কেনা সম্ভব না হলে ১৮-৫৫ mm ট্যামরান বা এই জাতীয় কমদামী VR lens এর দাম কত?? নতুন এবং পুরোনো?? ৫৫-১০৫mm ট্যামরানVR lens এর দাম কত?? নতুন এবং পুরোনো?? ফুট নোটঃ আমি সর্বনিম্ন কত টাকায় এই ক্যামেরার জন্য লেন্স কিনতে পারব?? এবং কোথায়?? আর এই যে অটো জুমিং হয় এই মোটর কি ক্যামেরা বডিতে থাকে নাকি লেন্সে থাকে?? সব লেন্সই কি অটো ফোকাস ফাংশান আছে?? নতুন, স্বল্প ব্যবহৃত, রিকন্ডীশন লেন্স খালি চোখে সনাক্ত করা কি সম্ভব?? শেষ আরেক্টা সাজেশান দিন, নির্ভর যোগ্য মানে দাম যাই নিক মোটামুটি সৎ দোকানের ঠিকানা আছে?? মানে সেকেন্ড হ্যান্ডকে নতুন বলে বিক্রি করে না!! আর ব্লগের কেউ এধরনের লেন্স বিক্রি করলে আমাকে এসএমএস দিন ০১৭১৫১৬০২৩৪ নাম্বারে। ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।