আমাদের কথা খুঁজে নিন

   

পুরানো তবু ন্যায্য প্রশ্ন...প্রসঙ্গ আমাদের ইউনুস



আমাদের জন্য এটা গর্বের বিষয় বটে যে ইউনুস সাহেব নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন । অনেকের মত আমিও বিদেশীদের বলতে পারব আমি ইউনুসের দেশের লোক । কিন্তু মাথাটা যন্ত্রনা দিচ্ছে - প্রশ্ন আসছেই ! এই যে সে নোবেলে শান্তি পুরস্কার পেল কেন পেল ? শান্তি নিয়ে তার কি উল্লেখ করার মত কোন কাজ আছে ? এই পুরস্কার তো মাদাম তেরেসা পেয়েছিলেন ! ইউনুসকে তার পাশে মানায় ? না, সত্যি এগুলো হয়তো বেশ খানিকটা পুরানো প্রশ্ন কিন্তু মাথাতে আসছেই ! দুনিয়ার কত জায়গায় কত অশান্তি ঘটেছে বা ঘটে চলেছে তার বিরুদ্ধে তাকে কখনো কোনো কথা বলতে শুনেছেন ? কেউ ? আমাদের দেশে না হয় অচ্ছুত লোকেদের বাস সে ব্যাপরে তার উতসাহ না-ই থাকতে পারে কিন্তু অনেক দেশের ব্যাপারে তো তার কথা বলা উচিত ছিল ! আস্ত একটা আফগানিস্তানকে ধ্বংস করে ফেলল, ইরাককে ধ্বংস করছে চোখের সামনে, ফিলিস্তিনে মানুষ মারছে কুকুর বিড়ালের মত, ইথিউপিয়া, নাইজেরিয়া, সির্রিয়ালিয়ন...ইত্যাদি ইত্যাদি তাছাড়া কতবার আমাদের দেশে বা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হল, আমাদের পার্বত্য চট্টগ্রামে সেই আদিকাল থেকে অশান্তি, ২০০১ এর নির্বাচনের পর হিন্দু জনগোষ্ঠীর উপর অকথ্য-অমানবিক অত্যাচার - সেই তীব্র তীক্ষ্ণ চিতকারেও তাকে কি কখনো, প্রতিবাদ-সমবেদনা দূরে থাক, কথা বলতে শুনেছেন ? 'ভয়ানক শান্তিপ্রিয়' না ? এইসবের উত্তর জানা আছে আপনাদের কারো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.