আমাদের কথা খুঁজে নিন

   

Project: সামহোয়্যার ইন ব্লগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী টীম

I realized it doesn't really matter whether I exist or not.

সূচনা: সামহোয়্যার ইন ব্লগ। বাংলা ব্লগে সবচাইতে এগিয়ে একটি ব্লগসাইট যা সম্পূর্ণরূপে বাংলায় তৈরী। এর রেজিস্ট্রেশন সবার জন্য উম্মু্ক্ত ও ফ্রি। যারফলে যে কেউ এর সদস্য হতে পারেন এবং বিনামূল্যে শুরু করতে পারেন ব্লগিং। সবিস্তারিত বর্ণনা: সবার জন্য রেজিস্ট্রেশন উম্মুক্ত থাকার ভালো দিকের পাশাপাশি ইদানীং কিছু খারাপ দিকও দেখা যাচ্ছে।

সেটা হলো, কিছু কিছু ব্লগার পোস্টে বা মন্তব্যে অশালীন ভাষা ব্যবহার করছে যার ফলে সামহোয়্যার ইন ব্লগের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে। এই ব্লগারদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য পূর্বে বিভিন্ন ব্লগারদের কাছ থেকে কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হলেও কর্তৃপক্ষকে খুঁজে পাওয়া যায় নি। তাই কর্তৃপক্ষের প্রতি আবারো আহবান, এইসমস্ত ব্লগারদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। কর্তৃপক্ষকে বিশেষভাবে আহবান করছি, সামহোয়্যার ইন ব্লগের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে "সামহোয়্যার ইন ব্লগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী" নামে একটি বিশেষ টীম গঠন করতে পারেন যাঁদের কাজ হবে ব্লগে কারা অশালীন ভাষা ব্যবহার করে গালি-গালাজ করছে তা খুঁজে বের করা এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। প্রাথমিকভাবে একাজের জন্য ভলান্টিয়ার নিয়োগ করা যেতে পারে।

(ব্লগারদের মধ্যে যাঁরা ভলান্টিয়ারের দায়িত্ব পালনে আগ্রহী তাঁরা আওয়াজ দিন) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নিচে কিছু আইডিয়া দেয়া হলো। (যদি পছন্দ হয় তাহলে....) > একজন ব্লগারকে যখন এই অপরাধে (অশালীন ভাষায় গালি-গালাজ) দন্ডিত করা হবে তখন তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা যেতে পারে অর্থাৎ, একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই ব্লগার লগইন করতে পারবেন না। (প্রথমবারের জন্য এই সময়সীমা ১৫ দিন রাখা যেতে পারে)। > একই ব্লগারকে যখন দ্বিতীয়বার একই অপরাধে দন্ডিত করা হবে, তখন এই মেয়াদ দ্বিগুণ করা হবে। (৩০ দিন) > একই ব্লগারকে যখন তৃতীয়বারের মত একই অপরাধে আবারও পাকড়াও করা হবে, তখন এই মেয়াদ ২ মাস করা যেতে পারে।

> চতুর্থবার যদি একই ব্লগারকে আবারও এই অপরাধ করতে দেখা যায়, তবে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা যেতে পারে। > রেজিস্ট্রেশনের সময় Terms & Conditions -এ "অশালীন ভাষায় গালি-গালাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ" নামে একটি প‌্যারাগ্রাফ উল্লেখ থাকতে হবে। > [এছাড়া ব্লগারদের মাথায় কিছু থাকলে কমেন্ট করুন। ] উপসংহার: পহেলা বৈশাখ ১৪১৪ তারিখ থেকে সামহোয়্যার ইন ব্লগের সৌন্দর্য খুবই বৃদ্ধি করা হয়েছে। ব্লগের এই পরিবর্তিত রূপ দেখে আমি (আশা করি অন্যান্য ব্লগারও) মুগ্ধ।

আমি আশা করব সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ এর ভিতরকার নিয়মকানুনএর উপরও জোর প্রয়োগ করে "সামহোয়্যার ইন ব্লগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী টীম" গঠনে পদক্ষেপ নিবে এবং ব্লগারগণও এই টীমের স্বেচ্ছাসেবক হতে আগ্রহী হবেন। ব্লগারদের উদ্দেশ্যে: আপনারা জানেন এর আগেও আরও বিভিন্নভাবে কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে একই বিষয় উঠানো হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। আপনারা এই পোস্টটিকে রেটিং দিয়ে "টপ রেটেড পোস্টে" স্থান দিন যাতে সমস্ত ব্লগারের চোখে পড়ে এবং কমেন্ট করতে থাকুন যাতে করে একটু পরে যারা লগইন করবেন তাঁদের চোখেও পড়ে এবং অবশেষে কর্তৃপক্ষের চোখেও পড়ে এবং এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। আহবায়ক: মো. আমিনুল ইসলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।