আমাদের কথা খুঁজে নিন

   

আগার সব নে মিল কার হামে পলিটিশিয়ান বানাহি দিয়া....

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ইদানীং কেবলই আমার এই ডায়ালোগটি মনে পড়ে। আর চোখে ভেসে ওঠে সিড়ি বেয়ে ফেরেস্তাসুলভ দীপ্তী চেহারায় ফুটিয়ে উঠছে নামছে অনিল কাপুর আর অভিযোগের স্বচ্ছ বাক্সে গাছ থেক ঝরে পড়ল একটি সতেজ হলুদ ফুল। মুছে গেল একটি দেশের সকল ভুল । সাধারন দেশ হয়ে উঠল একজন নায়কের নায়কচিত পদক্ষেপে ভূ স্বর্গোধাম। ... ইদানীং হিন্দি সিনেমা চ্যানেলগুলোতে সুপার ডুপার হিট 'নায়ক' ছবিটা খুব বেশী দেখাচ্ছে অথবা আমি টিভির সামনে বেশী বসছি।

দৃশ্য গুলো তাই চোখস্থ ( ঠোটস্থ টাইপ) হয়ে গেছে। সময় নেই অসময় নেই মনের মধ্যে কে যেন বলে উঠল আমার--আগার সব নে মিল কার হামে পলিটিশিয়ান বনাহি দিয়া.... প্রায়ই শুনছি ... এই তো কাল টিভির খবরে দেখছিলাম এক উপদেষ্টা বলছিলেন রাজনীতি বীদরা নর্বাচন চায়, এত বছর নির্বাচন করে রাজনীতিবীদরা এসব কি করেছ, তার জন্যই তো তাদের এই আসা... সুর সুর বদলে ফেলছে ...মৌসুম বায়ুই বদলে যায় ....সময়ে দন্ড হাতে এলে অনেকই পলিটিশিয়ান স্টাইলে কর্ম এবং বক্তব্য র পরে বক্তব্য মেরে যায়। ... বিবিসির সংলাপে এক আর্মি পারসন বলে গেলো ...সেনাপ্রধান নাকি সেনাবাহনীর নাম না নিয়ে ব্যক্তিগত যে কোন মত প্রকাশ্যে বলতে পারেন তাও আবার রাষ্ট্রীয় ব্যবস্থার উপর। আজকের পেপারে এক হেডিং--` দেশ বাসীকে ঐক্যবব্ধ এবং সংগিঠত হতে হবে'। ।

প্র. উপদেষ্টা। বারো ভুতে চোদা এই দেশের মানুষ; তাই তা কি আর হবে। যদি তাই না হয় মানে ঐক্যবদ্ধ বা সংগিঠত না হয় তখন কি হবে। নায়ক ছবি ফ্লপ মেরে যাবে। দূর ছবি ফ্লপ মারলেও পরিচালকের পোষায় যায় ।

সে সব অনেক আন্দার কি বাত। আদার ব্যাপারি ই আছি ভালো। এসি রুমে ঢুকলে গায়ে এসি বাতাস লাগে। ক্ষমতার আসনে রো সুনির্দিষ্ট বাতাস তো থাকবেই। তা না হলে নায়ক ছবির নায়ক আর নায়ক হয়ে উঠতে পারতনা।

তাকে মারতেই হলো এন্টি পারটির লিডার কে ব্যাপক এক সূক্ষ্ম পলিটিক্স এর ট্রিক্স কাজে লাগিয়ে। ছবি স্বার্থক হয় । বাসতব তো ছবি নয়। তবুও ট্রিক্স ছাড়া টিকা নো সহজ নয় নব মত। ট্রিক্স ছাড়া সহজ ও হতো না নায়ক ছবির লিডারকে খতম করা।

তারমানে পলিটিক্স দ্বারা ই দুষ্টের দমন সম্ভব। পলিটিশিয়ান দ্বারাই কেবল নয়। এবং পলিটিক্স হলো পলি ট্রিক্স , মনো ট্রিক্স ইহা নয়। সাধারণ মানুষের তাই ইহা বোঝার কথাও না। ইহা বোঝে অসাধারণ রাই।

অসাধারণ রাই ওলট পালট করে আর ওলোট পালটেই সুপ্ত হয় আগ্নেয় জ্বালা মুখ অথবা সমতলে জেগে ওঠে কখনো নতুন আগ্নেয় পর্বতও। ভালো মন্দ দুটোই। সময় ফল দেয়। পলিটিক্যাল কর্ম সাধণ এবং বক্তব্য দান কারীই পলিটিশিয়ান নয়, তবে পলিট্রিক্স বিশেষজ্ঞ উভয়েই। ফলে সাধারণ নয়।

অসাধারণ। ব্যাপক সংস্কারের মতো পলি কাজ সাধারণ কেউ সাহস পাবার মতো নয় , ইহার জন্যে অসাধারন গুনীর দরকার। আগার সব নে মিল কার হামে পলিটিশিয়ান বানাহি দিয়া....আবারো মনে উচ্চারতি হয় অনিল কাপুরের কণ্ঠ। একটা দেশ একটা সামন্য ছবির চেয়ে মহা বাস্তব হয়ে ওঠার পায়তারা করে ...ভাবি স্বর্গ বাংলাদেশ ...ভাববোই তো আমি যে মনোট্রিক্স বুঝি ..পলিট্রিক্স বুঝিনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।