আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ কোরিয়াতে ঘাতক দালালদের বিচার: সুবিচারের ঝান্ডা উড়ছে আবারও

লেখাগুলো এলোমেলো হয়েই থাকুক এখানে।

প্রায় ১০০ বছর আগে ঘটে যাওয়া কোরিয়া-জাপান যুদ্ধে জাপানের পক্ষে দালালি করা ৯ ব্যক্তির সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার এবং তা কোরিয়ার স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে বিলিয়ে দেয়ার এক সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ান সরকার। প্রায় ৩.৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের এসব সম্পদ ঘাতক-দালালদের বংশধরদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হবে শিগগীরই। তাঁরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে ঘাতকদের প্রতিকী শাস্তি দেয়ার পাশাপাশি কোরিয়ান জাতীয়তাবাদের ঝান্ডাটাকেও আরো উঁচুতে তুলে ধরা হবে। মজার ব্যাপার, এই ৯ ঘাতক দালালই সরকারের মন্ত্রী পদে আসীন হয়েছিলেন (পাঠক, আর কোন দেশের সাথে এই মন্ত্রীত্বের ঘটনার মিল খুঁজে পান?) উল্লেখ্য, ১৯০৪-১৯০৫ সালব্যাপী সেই যুদ্ধে পরাজয়ের পর থেকে কোরিয়া পরিণত হয় জাপানের একটি উপনিবেশে। আজও কোরিয়ানদের রয়ে গেছে জাপানের প্রতি তীব্র ঘৃণা। বিশেষত:, কোরিয়ার বহু নারীকে জোরপূর্বক যৌনদাসী হতে হয়েছিল জাপানের সৈনিকদের, সেই বেদনাময় স্মৃতি আজও মন থেকে মুছে ফেলতে পারেননি কোরিয়ানরা। আজ প্রায় ১০০ বছর পর দ: কোরিয়ান সরকার এই প্রথম সরকারীভাবে ঘাতক দালালদের বিচারের যে ব্যবস্থা করেছেন, তাতে সেই নির্যাতিত নারীদের অসহায় আত্নাগুলো একটু হলেও শান্তি পাক, এটাই আমার কামনা। সেই সাথে এও বলি, ইতিহাসের এই পুনরাবৃত্তি এদেশেও হবে, দ: কোরিয়া যা ১০০ বছর পর করতে পেরেছে, স্বাধীন বাংলাদেশে তা এর চেয়েও কম সময়ে হবে, এই পাশবিক অন্যায়ের শাস্তি হতেিই হবে। তথ্যসূত্র: বিবিসি Click This Link ছবিসূত্র: উইকিপিডিয়া Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.