আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে মানুষ খুনঃ আমার বন্ধুর কান্ড (উৎসর্গঃ স. উ. তরঙ্গকে)

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

জীবনে অনেক ধরনের গুজবের কথা শুনেছি, এইরকম আজব ধরনের গুজব গতকালই প্রথম শুনলাম। যেকোন ধরনের গুজবের কাহিনী শোনা মাত্র উড়িয়ে দেয়া আমার স্বভাব। ছোটবেলায় মাঝে মধ্যে বিচিত্র ধরনের লিফলেট পেতাম- কাগজে যা লেখা আছে তা বিশ্বাস করতে হবে, তা নাহলে এই এই ক্ষতি হবে, ছিঁড়ে ফেললে আরও বিপদ ইত্যাদি। আমি এরকম লিফলেট পাওয়া মাত্রই ছিঁড়ে ফেলতাম। সামহয়্যারইন থেকেই প্রথম খবরটা পেলাম।

সম্ভবত সমুদ্রের উত্তাল তরঙ্গই প্রথম বিষয়টি সামনে আনেন। এটার উপরে ব্লগে বেশ রসিকতা হয়। আমার বন্ধু মহলেও বেশ হাস্যরসের সৃষ্টি হয়। পরিক্ষার মাঝেও এটা নিয়ে আমরা রসাত্নক আড্ডায় মেতে উঠেছিলাম। যাই হোক, পড়াশুনা শেষ করে দুইটার দিকে ঘুমাতে গেলাম।

মাত্র শুয়েছি। আমার বন্ধু জনি হন্তদন্ত হয়ে ছুটে আসল, আমাকে ঘুম থেকে জাগাল। ফোন বাজছে, কাঁপা স্বরে আমাকে বলল দেখত অদ্ভুত এক নাম্বার থেকে ফোন এসেছে। আমি ফোনটা হাতে নিয়েই আঁতকে উঠলাম। ডায়াল হচ্ছে *০০৮৮২৯৫৪৭১২৩ নাম্বার থাকে।

শুরুতে একটা স্টারও আছে। হায় হায় এও কি সত্যি হতে পারে? ভয় পেয়ে গেলাম; কিন্তু এটা তো বন্ধুকে বুঝতে দেয়া ঠিক না। বন্ধুকে বললাম, তোমার ফোন- তুমি ধর। আরে, সমস্যা নেই। কিন্তু সে ধরে না, কয়েকবার ফোন আসল।

গুজবে শুনেছিলাম, ফোন ধরার পর নাকি গা হাত পা কাঁপে, কিন্তু আমার ফোন না ধরতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে বন্ধুকে বিদায় করে ঘুমানোর দিকে মনোযোগ দিলাম। কিন্তু মাথা থেকে কিছুতেই চিন্তা যাচ্ছে না। অবশেষে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে জানলাম আসল ঘটনা।

এটা ছিল আমার ঐ বন্ধুর একটা রসিকতা। গুজবকে পুঁজি করে সে এই রসিকতা তৈরি করেছিল, আর সরল বিশ্বাসের এই আমার উপর এক্সপেরিমেন্ট চালিয়েছিল। হান্ড্রড পারসেন্ট সফল সে । ব্লগের বন্ধুদের কাছে বন্ধুর রসিকতা গোপন রাখলাম, দেখি কেউ কিছু আন্দায করতে পারেন কিনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.