আমার ব্যক্তিগত ব্লগ
আমি দেখলাম, কুয়ালালামপুর (মালয়েশিয়া) শহরের রাস্তা গুলো ঢাকার মতোন এতো চওড়া না। বেশির ভাগ রাস্তাতেই পাশা পাশি 2টার বেশি বাস চলতে পারে না। তবে বাস/গাড়ি খুব লেন মেনে চলে, সাদা দাগের ওপার দিয়ে চালায় না। রাস্তা খালি খাকলেও না। এমনকি রাতের বেলায় যখন সব রাস্তা ফাকা থাকে তখনও না।
তাই হঠাৎ কোন গাড়ি আসলেও কোনো দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকেনা। আর শহর ভরা ফ্লাই ওভার। ফলে ক্রস রোড কম। সিগনালে দাড়িয়ে থাকতে হয় কম। যেখানেই জ্যাম হয় সরকার ফ্লাই োভার তৈরি করে দিয়েছে।
গাড়ি গুলো ঘুরে ঘুরে সেই ফ্লাই ওভার দিয়ে যায়।
আমাদের দেশেও এমন হয়েছে। আগে জ্যাম ছাড়া কখনও খিলগাঁও রেলগেইট পার হতে পারিনি। ফ্লাই ওভার হবার পর এখন জ্যাম লাগেনা বললেই হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।