কবিতা
মাছিমারা বলার চেয়ে কিলিং আ ফ্লাই বললে মনের মধ্যে হত্যাপ্রবণতা বর্শা হাতে শিকারি শিকারকাল -রক্ত গড়িয়ে পড়ছে ঘাসে এরকম জান্তব সকাল- দৌড়ে যাই আর অমনি চারিদেকে প্রস্তরযুগ - বন্য জন্তুর পেছনে দৌড়াচ্ছে মানুষ সরে যাচ্ছে ওরাং-ওটাং ঘুমমারা ঘোড়াদের দল। কিলিং আ ফ্লাই বললে - যারা চেয়ে আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা দেখছে - তাদের চোখ তাদের হাড়ের আয়না বসতবাড়ি রান্নাঘর সবকিছু ভরে যায় আসন্ন রক্তময়তায়।
সাধারণ মাছিমারা হলে নাহয় ভরাপেটে বাচ্চাদের হোমওর্য়াক কথলাইনে হেঁটে যাওয়া দুলদুল ঘোড়া - তার ডানাভরা মহাকাশ উড়ালস্মৃতি ইতিহাস এসব দেখতাম। কিন্তু এখন কিলিং আ ফ্লাই সময়ে - গলে যাচ্ছে মানুষের শরীর আসবাবের বাহির যুবতীর জামায় ধরা স্বপ্নস্বামী। আর হাতের আসনে ভর করছে শুধু গমনকারির প্রাণ তথা আদিহিংস্রতাবলয়। ভুলে যাই কে আসছে পেছনে হাতুড়ি হাতে - রক্ত এবার গড়িয়ে পড়বে শবাধারে।
০২/০২/২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।